• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • বোলপুরের গ্রামে ডাইনি সন্দেহে ৫ সন্তানসহ ১৩ জনের আদিবাসী পরিবারকে গ্রাম থেকে বের করা হল

বোলপুরের গ্রামে ডাইনি সন্দেহে ৫ সন্তানসহ ১৩ জনের আদিবাসী পরিবারকে গ্রাম থেকে বের করা হল

ডাইনি সন্দেহে এক মহিলা, পাঁচজন বাচ্চাসহ মোট ১৩ জন আদিবাসীকে গ্রাম ছাড়া করল গ্রামের বাসিন্দারা।

ডাইনি সন্দেহে এক মহিলা, পাঁচজন বাচ্চাসহ মোট ১৩ জন আদিবাসীকে গ্রাম ছাড়া করল গ্রামের বাসিন্দারা।

ডাইনি সন্দেহে এক মহিলা, পাঁচজন বাচ্চাসহ মোট ১৩ জন আদিবাসীকে গ্রাম ছাড়া করল গ্রামের বাসিন্দারা।

  • Share this:

Supratim Das

#বোলপুর: বীরভূমের বোলপুর থানার সিয়ান মুলুক পঞ্চায়েতের মণিকুন্ডতলা গ্রামে ডাইনি সন্দেহে এক মহিলা, পাঁচজন বাচ্চাসহ মোট ১৩ জন আদিবাসীকে গ্রাম ছাড়া করল গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার দুপুর তিনটে থেকে ওই মহিলার বাড়িতে এসে তাঁদের মারধোর করে, বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। সারারাত তাঁরা অন্যত্র ছিলেন। বুধবার সকালে তাঁরা বোলপুর থানার দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি তৃণমূল কার্যালয়ে বিষয়টি জানিয়েছেন।

তবে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি পুলিশের তরফে । ফলে আতঙ্কে রয়েছেন এই পরিবারের সকলেই। তবে কেন এই ধরনের ঘটনা তা বুঝতে পারছেন না ওই আদিবাসী পরিবার।  ঘটনার খবর জানাজানি হতেই বোলপুর থানার পুলিশ তৎপর হয়েছে। পুলিশ গিয়ে ওই পরিবারের সকলের সঙ্গে কথা বলেছেন । কথা বলেছেন ওই গ্রামের আদিবাসীদের সঙ্গে যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

Published by:Simli Raha
First published: