হোম /খবর /পুরুলিয়া /
উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে ফের হাতির হানায় মৃত্যু, রইল ভিডিও

Elephant Attack Death|| উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে ফের হাতির হানায় মৃত্যু, রইল ভিডিও

X
হাতির [object Object]

Purulia Elephant Attack Death: ফের হাতির আক্রমণে মৃত্যু। ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডি থানার মাঠা বনাঞ্চলের কুদনা বীটের অন্তর্গত বনমালী পেটি পাথরের জঙ্গলের। মৃত বৃদ্ধার নাম মঙ্গল মুড়া।

  • Share this:

পুরুলিয়া: ফের হাতির আক্রমণে মৃত্যু। ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডি থানার মাঠা বনাঞ্চলের কুদনা বীটের অন্তর্গত বনমালী পেটি পাথরের জঙ্গলের। মৃত বৃদ্ধার নাম মঙ্গল মুড়া। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি বাঘমুন্ডি থানার মাদলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মঙ্গল সিং মুড়া ও তার দুই সঙ্গী কাঠ কুড়াতে জঙ্গলে গিয়েছিলেন।‌ কাঠ সংগ্রহ করে তার দুই সঙ্গী যথা সময়ে বাড়ি ফিরে গেলেও মঙ্গল সিং মুড়া বাড়ি ফেরেননি।

দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর দুশ্চিন্তা শুরু করে পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু হয়।‌‌ দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের লোকজনেরা জানতে মঙ্গল সিং মুড়ার মৃতদেহ পড়ে রয়েছে জঙ্গলে। পরিবারের লোকজন ছুটে যায় সেখানে। মঙ্গল সিং মুড়ার মৃতদেহ পড়েছিল। অনুমান, হাতির আক্রমণে মৃত্যু হয়েছে তাঁর। আছাড় মেরেই তাঁকে মেরে ফেলে হাতিটি। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। ‌

আরও পড়ুনঃ ৬ মাস পর ৪০ মিনিটের মিলন! প্রকাশ্যে ভালবাসায় মজলেন পার্থ-অর্পিতা, মাখামাখি প্রেমে তোলপাড় আদালত

এ দিকে, ঘটনার খবর পাওয়া মাত্রই মাঠা বনাঞ্চলের আধিকারিক ও কুদনা বীটের আধিকারিক এবং বাঘমুন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিবারে মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Shubhagata Dey
First published:

Tags: Elephant Attack, Purulia