হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ইকো গ্রীটিংস কার্ডের মাধ্যমে বন্ধুত্বের বীজ বপণ পাল্লারোড পল্লী মঙ্গলের

ইকো গ্রীটিংস কার্ডের মাধ্যমে বন্ধুত্বের বীজ বপণ পাল্লারোড পল্লী মঙ্গলের

পল্লীমঙ্গল সমিতির সদস্যরা বলছেন, বর্তমান সময়ে চিঠি লেখার রেওয়াজ উঠে গিয়েছে বললেই চলে। হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্য ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#বর্ধমান: ইকো গ্রিটিংস কার্ড পাঠিয়ে বন্ধুত্বের বীজ বপন করল পূর্ব বর্ধমানের পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি। জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের কোভিড যোদ্ধাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইকো গ্রীটিংস কার্ড পাঠিয়েছে তারা। সেই চিঠিতেই দেওয়া রয়েছে বিভিন্ন ফুল-ফলের বীজ। চারপাশ সবুজে ভরে উঠুক এই উদ্দেশ্য নিয়েই 'সিড ফর ফ্রেন্ডশিপ' পাঠাচ্ছে তারা। সেই সঙ্গে থাকছে করোনা সম্পর্কে সাবধান থাকার পরামর্শও।পল্লীমঙ্গল সমিতির সদস্যরা বলছেন, বর্তমান সময়ে চিঠি লেখার রেওয়াজ উঠে গিয়েছে বললেই চলে। হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্য ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠির মাধ্যমে ইংরেজি নববর্ষ ও বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে কোভিড যোদ্ধাদের চিঠি পাঠাচ্ছে পল্লী মঙ্গল সমিতি। তার সঙ্গেই তাদের কাছে পাঠানো হচ্ছে ইকো গ্রিটিংস কার্ড। খামের মধ্যে চিঠির পাশাপাশি বিভিন্ন ফল ফুলের বীজ রয়েছে। একটি পোস্ট কার্ড পাঠানো হয়েছে। সেই চিঠিতে লেখা রয়েছে, চারদিক সবুজ করে তুলতে চিঠির মধ্যে দেওয়া বীজটি বপন করুন। খামে পাঠানো পোস্ট কার্ড মারফত সেই গাছ রোপণের খবর পাঠানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে কম খরচে ডাক ব্যবস্থা ভারতীয় ডাক। মাত্র পঞ্চাশ পয়সায় এই মাধ্যমে আজও খবর পৌঁছে দেওয়া যায়। তাই ডাক ব্যবস্থার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে পত্রের মাধ্যমে।কোভিড যোদ্ধাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলা হয়েছে, করোনা এখনও চলে যায়নি। তাই তাকে হালকা ভাবে নেবেন না। নিজের সুস্থতার জন্য সর্বদা মাস্কে মুখ ঢেকে রাখুন। শুধুমাত্র নিয়ম মানতে মাস্ক গলায় ঝুলিয়ে রাখবেন না। শারীরিক দূরত্ব বজায় রাখুন। করোনা যোদ্ধাদের খেয়াল রাখুন। সর্বদা স্যানিটাইজার বা সাবান ব্যবহার করুন। হাত না ধুয়ে অকারণে চোখে মুখে হাত দেবেন না। আজ এখন থেকেই জল অপচয় বন্ধ করুন। শুধু গাছ রোপন নয় গাছ বাঁচান ও তাকে বড় করুন। সেইসঙ্গে রক্তদানের উৎসাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিজে রক্তদান করুন। অপরকে রক্তদানে উৎসাহিত করুন। প্লাস্টিক থার্মোকল বর্জন করুন। নিয়ম মেনে সাবধানে গাড়ি চালান।

Saradindu Ghosh

Published by:Debalina Datta
First published:

Tags: Purba bardhaman