#বর্ধমান: ইকো গ্রিটিংস কার্ড পাঠিয়ে বন্ধুত্বের বীজ বপন করল পূর্ব বর্ধমানের পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি। জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের কোভিড যোদ্ধাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইকো গ্রীটিংস কার্ড পাঠিয়েছে তারা। সেই চিঠিতেই দেওয়া রয়েছে বিভিন্ন ফুল-ফলের বীজ। চারপাশ সবুজে ভরে উঠুক এই উদ্দেশ্য নিয়েই 'সিড ফর ফ্রেন্ডশিপ' পাঠাচ্ছে তারা। সেই সঙ্গে থাকছে করোনা সম্পর্কে সাবধান থাকার পরামর্শও।পল্লীমঙ্গল সমিতির সদস্যরা বলছেন, বর্তমান সময়ে চিঠি লেখার রেওয়াজ উঠে গিয়েছে বললেই চলে। হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্য ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠির মাধ্যমে ইংরেজি নববর্ষ ও বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে কোভিড যোদ্ধাদের চিঠি পাঠাচ্ছে পল্লী মঙ্গল সমিতি। তার সঙ্গেই তাদের কাছে পাঠানো হচ্ছে ইকো গ্রিটিংস কার্ড। খামের মধ্যে চিঠির পাশাপাশি বিভিন্ন ফল ফুলের বীজ রয়েছে। একটি পোস্ট কার্ড পাঠানো হয়েছে। সেই চিঠিতে লেখা রয়েছে, চারদিক সবুজ করে তুলতে চিঠির মধ্যে দেওয়া বীজটি বপন করুন। খামে পাঠানো পোস্ট কার্ড মারফত সেই গাছ রোপণের খবর পাঠানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে কম খরচে ডাক ব্যবস্থা ভারতীয় ডাক। মাত্র পঞ্চাশ পয়সায় এই মাধ্যমে আজও খবর পৌঁছে দেওয়া যায়। তাই ডাক ব্যবস্থার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আহ্বান জানানো হয়েছে পত্রের মাধ্যমে।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba bardhaman