#ফরাক্কা: রাজ্যপালের উপস্থিতিতে কোর্ট মিটিংয়ের আগে অসুস্থতা বাড়ল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহার। গতকাল সন্ধ্যায় তাঁর মাথা ঝিমঝিম করছিল। চিকিৎসক পরীক্ষা করে জানান, রক্তচাপ বৃদ্ধি পেয়েছে। আজ, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে গিয়েই বাড়ে রক্তচাপ। । দুই চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা করেন। এরপরই তাঁকে তড়িঘড়ি কলকাতা নিয়ে যাওয়া হয়। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি নিমাইচন্দ্র সাহা।
অন্যদিকে, মঙ্গলবার সকালে ফরাক্কা যাওয়ার পথে রাজ্যপাল সাংবাদিকদের জানান, ১৯ তারিখ তিনি বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে উপস্থিত থাকবেন। অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপও নেবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। কিন্তু তার আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অসুস্থতায় কোর্ট মিটিং ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।