#অশোকনগর: স্কুলড্রেস পরেই কৃষিকাজে ব্যস্ত পড়ুয়ারা৷ এমন দৃশ্য দেখে চমকে উঠেছিলেন স্থানীয়েরা৷ বিদ্যাসাগর বাণীভবন স্কুলের সামনেই দেখা যাবে এমন দৃশ্য৷ কখনও পড়ুয়ারা কৃষিকাজ করছেন, কখনও গাছে জল দিচ্ছেন, কীটনাশক স্প্রে করছেন- সবটাই নিজেদের হাতে৷ পড়ুয়াদের হাতেই ফলছে নানা ধরনের সবজি। লাউ লঙ্কা, ক্যাপসিকাম, ঢ্যাঁড়শ, লালশাক-সহ নানা আনাজ ফলেছে এই বাগানে। জমির পাশাপাশি টবেও ফলেছে সবজি৷ উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলে ঢুকলে প্রতিটা মুহুর্তেই দাঁড়িয়ে পড়তে হবে। চারিদিকে শুধুই সবুজের বাহার।
আরও পড়ুন: আজই সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে, এসএসসি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চপড়াশোনার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের সবুজ মন গড়ে তোলার পাঠও দেওয়া হয়। এই সবকিছুর শিক্ষা পড়ুয়ারা পেয়েছে স্কুলের প্রধান শিক্ষক ডঃ মনোজ ঘোষ এবং অন্য শিক্ষকদের কাছ থেকে। কৃষি নিয়ে শুধু হাতে কলমেই শিক্ষা নয়, কৃষির প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে সেমিনারের আয়োজন করে থাকেন প্রধান শিক্ষক। স্কুলের শিক্ষকদের কাছ থেকে কৃষি বিষয়ক নানা তথ্য জেনে অনেকের মধ্যে কৃষির প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
পড়ুয়াদের হাতে ফলানো ফসল মিড-ডে মিলের খাবারেই ব্যবহার করা হয়। কৃষিকে ভালোবেসে আগামীদিনে কৃষি নিয়ে পড়াশোনার কথা জানান ছাত্রছাত্রীরাও। পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি মনের বিকাশ ঘটাতে প্রধান শিক্ষকের এই ঐকান্তিক প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন আভিভাবকরাও।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 24 Parganas North