হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রবীন্দ্রনাথের গায়ের রং কালো! অনড় কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সম্মান বাড়াতে চেয়েছি

Subhas Sarkar: রবীন্দ্রনাথের গায়ের রং কালো! অনড় থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, 'সম্মান বাড়াতে চেয়েছি'

মন্তব্যে অনড় সুভাষ

মন্তব্যে অনড় সুভাষ

Subhas Sarkar: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করা মন্তব্য থেকে সরছেন না কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।

  • Last Updated :
  • Share this:

#পুরুলিয়া: রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে তাঁকে কোলে নিতেন না তাঁর মা। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বিতর্ক শুরু হতেই তিনি দাবি করেন, রবীন্দ্রনাথের সম্মান বাড়াতেই এমন কথা বলেছেন। যদিও রবীন্দ্র বিশেষজ্ঞরা আগেই কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়েছেন। কিন্তু নিজের মন্তব্য থেকে সরছেন না সুভাষ সরকার। এদিনও তিনি বললেন, 'আমি কী পরিপ্রেক্ষিতে বলেছি, তা বুঝতে ভুল করছেন বলেই এই বিভ্রান্তি l'

বুধবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিশ্বভারতীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন। সেই কারণেই তাঁর মা এবং বাড়ির অনেকে কোলে নিতেন না তাঁকে।' তা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। রাতে অবশ্য সুভাষ বলেন, “রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কে জড়ানো উচিত নয়। আমি যা বলেছি তার রেকর্ড আগে নিতে হবে। আমাকে কেউ বললে তাঁকে আমি লিঙ্ক দিয়ে দেব। আমি রবীন্দ্রনাথের সম্মান আরও বাড়াতে চেয়েছি।” কিন্তু তিনি যে নিজের বক্তব্য থেকে সরছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, 'এই রায়ে শুধু যে বিজেপি খুশি তা না, এতে সাধারণ মানুষ খুশি হয়েছেন l'আজ পুরুলিয়ায় শহীদ যাত্রা য় অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রীl

ত্রিপুরায় তৃণমূলের উপর একের পর এক হামলা প্রসঙ্গেও তিনি বলেন, নিজেরাই নিজেদের লোক দিয়ে আক্রমণ করাচ্ছে তৃণমূল। ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন, বুলেটপ্রুফ গাড়ি থেকে নিরাপত্তা সবই ছিল। এরাজ্যে বিরোধীদের, কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা দেওয়া হয় না।

পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, একলব্য স্কুল নির্মাণের জন্য জায়গা দিচ্ছেনা রাজ্য সরকার। ৬.৫ কোটি টাকা বরাদ্দ হয়েও পড়ে আছে।

Published by:Suman Biswas
First published: