#হাওড়া: গোটা বিশ্বকে ইউক্রেনের পাশে থাকার আবেদন জানিয়ে এভারেস্ট চূড়ায় ইউক্রেনের পতাকা হাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সরব হলেন ইউক্রেনের কন্যা আন্তোনিনা সামইলোভা। বৃহস্পতিবার সকাল ছ'টা চল্লিশ মিনিট নাগাদ এভারেস্টের চূড়ায় পা রাখেন যুদ্ধ বিধস্ত ইউক্রেনের বছর তেত্রিশের আন্তোনিনা। নেপালের ১৪ পিক এক্সপিডিশনের কর্ণধার তাসি লেকপা শেরপা এই খবর জানিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করতে না পারলেও, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ও ইউক্রেনে শান্তি ফেরাতে এভারেস্টে উঠে নিজের দেশের পতাকা উড়িয়ে রাশিয়াকে একদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আন্তোনিনা। এ বছর একমাত্র ইউক্রেনীয় হিসাবে এভারেস্ট অভিযানে সামিল হয়েছিলেন আন্তোনিন সামোইলোভ। ৩৩ বছরের এই ইউক্রেনীয় কন্যা থাকতেন কিভে। সেখানেই এক সঙ্গীকে নিয়ে চালাতেন একটি রেস্তোরাঁ। রাশিয়ার হামলায় ধূলিসাৎ হয়েছে তার কর্মস্থান। কিভ ছেড়ে সবাই আজ অন্যত্র পালিয়ে বাঁচার চেষ্টায়। কিভ থেকে পালিয়ে আন্তোনিনা ঠিক করেন যুদ্ধ থেকে পালিয়ে না গিয়ে অন্য ভাবে রাশিয়াকে জবাব দিতে হবে, পাশাপাশি দেশের সৈনদের মনোবল বাড়াতেই এভারেস্ট অভিযানের সিদ্ধান্ত নেন আন্তোনিনা।
আরও পড়ুন: 'দীর্ঘদিন ধরেই কাঁপত বাড়ি! বৃহস্পতিবার রাতে ছন্দপতন!' ভয়াবহ স্মৃতি ফিরল বিবি গাঙ্গুলি স্ট্রিটে
ইতিমধ্যেই তাঁর বাবা ও ভাই যোগ দিয়েছে ইউক্রেনীয় সেনায়, সরাসরি যুদ্ধ করতে। গোটা বিশ্ব থেকে ৮০০ জন পর্বতারোহী এ বার যোগ দিয়েছে নেপালের দিক থেকে বিভিন্ন পর্বত অভিযানে। তবে ইউক্রেন থেকে একমাত্র অভিযাত্রী আন্তোনিনা। তবে শেরপাদের দাবি, অনেক রাশিয়ান পর্বতারোহীরাই আন্তোনিনকে এই অভিযান সফল করতে সাহায্য করেছেন। ব্যাসক্যাম্পে একসঙ্গে খাবার টেবিল শেয়ার করা থেকে মনোবল বাড়াতে সব সময় তার সঙ্গীর মতো করে কাটিয়েছে। নেপালি সংবাদ সংস্থাকে আন্তোনিনা জানিয়েছেন, এই জয় তাঁর দেশের লড়াকু সেনাদের তিনি উৎস্বর্গ করেছেন। ইউক্রেনে যুদ্ধে যোগ দেওয়া বাবা ও ভাই তার এই জয়ের কথা জানতে পারেননি, এটাই তাঁর দুঃখ।
Debasish Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mount Everest