corona virus btn
corona virus btn
Loading

জয়শ্রী টাক কে ? তিনি কোথায় ? জেরায় কী জানাচ্ছে উদয়ন ?

জয়শ্রী টাক কে ? তিনি কোথায় ? জেরায় কী জানাচ্ছে উদয়ন ?

রাতভর জেরা করে উদয়ন দাসের থেকে এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক উত্তর পায়নি পুলিশ ৷

  • Share this:

#বাঁকুড়া:  জয়শ্রী টাক কে ? রাতভর জেরা করে উদয়ন দাসের থেকে এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক উত্তর পায়নি পুলিশ ৷ জয়শ্রী তাহলে গেলেন কোথায় ? জয়শ্রী নিখোঁজ হওয়া নিয়ে তাই বাড়ছে রহস্য ৷

এছাড়া উদয়নের ল্যাপটপে একাধিক মেল উদ্ধার হয়েছে ৷ যেখানে কিছু রহস্যজনক ই-মেলও পেয়েছেন তদন্তকারীরা ৷ মেলে বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে একাধিক ছবি ৷  প্রশ্ন উঠছে কেন ছবি পাঠানো হত ?

করিৎকর্মা উদয়নের দেওয়া নতুন তথ্যে তাই নয়া জটে গোয়েন্দারা। জয়শ্রী টাক নামে এক নতুন বান্ধবীর কথা জেরায় জানিয়েছে ওই সিরিয়াল কিলার ৷ জানিয়েছে, আরেক বান্ধবী পূজা খাটওয়ানি ও আকাঙ্খার বন্ধু বিকাশ সিংয়ের পরিচয়ও। কিন্তু, আকাঙ্খা ও উদয়নের বাবা-মায়ের কঙ্কাল মিললেও, কোনও খোঁজ মিলছে না এই তিন জনের। তাঁরাও কি উদয়নের শিকার ? ঘনাচ্ছে রহস্য।

একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলছে সিরিয়াল কিলার উদয়ন দাসকে জেরা করে। শনিবার পূজা খাটওয়ানি নামে এক বান্ধবীর কথা জানিয়েছিল উদয়ন। ২৪ ঘণ্টার মধ্যে জয়শ্রী টাক নামে আরেক বান্ধবীর নাম তদন্তকারীদের জানাল এই সাইকো কিলার। উদয়নের নতুন বান্ধবী - উদয়নের ভোপালের বাড়ি থেকে একটি ছবির অ্যালবাম পান তদন্তকারীরা - অ্যালবামে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় উদয়নের ছবি রয়েছে - জেরায় উদয়ন জানায়, ওই মহিলার নাম জয়শ্রী টাক - জয়শ্রী ভোপালের আরেরা কলোনির বাসিন্দা - জয়শ্রীর সঙ্গে উদয়নের প্রেম ছিল - কিন্তু, তাদের বিয়েতে বাধা দেয় উদয়নের মা কিন্তু, এই স্বীকারোক্তি থেকেই নতুন রহস্যের সূত্রপাত। উদয়নের দেওয়া ঠিকানায় তন্নতন্ন করে খুঁজেও জয়শ্রীর সন্ধান মেলেনি। কোথায় গেল জয়শ্রী? উদয়নকে জেরা করা হলেও, প্রশ্ন এড়িয়ে গিয়েছে ওই সাইকোকিলার। রহস্য ঘনিয়েছে, উদয়নের আরেক বান্ধবী পূজা খাটওয়ানিকে নিয়েও। রহস্য পূজার অস্তিত্বেও

- উদয়নের ল্যাপটপেই পাওয়া যায় পূজা খাটওয়ানির ছবি - আকাঙ্খার মতো পূজাকেও রাষ্ট্রপুঞ্জের দফতরে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় উদয়ন - পূজাকে বিশ্বাস করানোর জন্য সিভি ও অন্যান্য নথিপত্রও তৈরি করে উদয়ন - পূজাও ভোপালের আরেরা কলোনির বাসিন্দা - আকাঙ্খার খুনের পর পূজার সঙ্গেই থাকত উদয়ন কিন্তু, জয়শ্রীর মতো এই পূজারও কোনও খোঁজ মিলছে না। উদয়নের দেওয়া ঠিকানায় পূজার খোঁজ পায়নি ভোপাল পুলিশ। কোথায় গেল পূজা ? ঠিক এমন প্রশ্নই উঠছে আকাঙ্খার বন্ধু বিকাশ সিং-য়ের অস্তিত্ব নিয়েও। কোথায় গেল বিকাশ?

- আকাঙ্খা ও বিকাশ সিংয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল - ১৭ জুলাই অন্তত ২২ বার বিকাশকে ফোন করে উদয়ন - ১৫ জুলাই আকাঙ্খাকে খুন করে উদয়ন - বিকাশ বিহারের পটনার বাসিন্দা - তাদের মধ্যে কল ডিউরেশন ১০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত ছিল - আকাঙ্খার সঙ্গে বিকাশের কি কোনও সম্পর্ক ছিল, একথাই ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায় উদয়ন উদয়নকে জেরা করে আকাঙ্খার সঙ্গে তার সম্পর্ক নিয়েও নয়া তথ্য পেয়েছে পুলিশ।

- ২৭ জুন, ২০১৬ মন্দিরে গিয়ে বিয়ে করে আকাঙ্খা-উদয়ন - ভোপালে ভেলের একটি কালীমন্দিরে তারা বিয়ে করে - ১৫ জুলাই বিকাশের সঙ্গে আকাঙ্খাকে ফোনে কথা বলতে দেখে উদয়ন - তখনই আকাঙ্খাকে রাগের বশে খুন করে উদয়ন

First published: February 13, 2017, 9:44 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर