#হলদিয়া: আমফান তাণ্ডবের পর কেটে গিয়েছে দু সপ্তাহ। তারপরও বিদ্যুৎহীন গোটা এলাকা। প্রতিবাদে হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা! নন্দকুমার থানার টালিভাটা মাধবপুর বাস স্টপেজে রাস্তায় গাছের ডাল ফেলে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। বিদ্যুৎ না আসায় পানীয় জল সরবরাহ বন্ধ। দমবন্ধ করা গরমের সঙ্গে পানীয় জলের সঙ্কট। পঞ্চায়েত প্রশাসন সকলকে জানিয়েও কাজ না হওয়ায় বিদ্যুৎ সংযোগের দাবিতে এদিন সকাল থেকেই গুরুত্বপূর্ণ হলদিয়া-মেছেদা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন নন্দকুমার ব্লক এলাকার মাধবপুর, তাজপুর সহ আশপাশ অঞ্চলের মানুষজন।
নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ওই এলাকায়। তারপরও টানা ১৪ দিন বিদ্যুৎহীন গোটা এলাকা। তাঁর উদাসীনতাতেই এখনও ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ আসেনি অভিযোগ করে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধেই বিক্ষোভ জানাচ্ছেন অবরোধকারীরা। এদিকে, পথ অবরোধের জেরে হলদিয়াগামী এবং হলদিয়া থেকে আসা লরি, ট্যাংকার-সহ প্রতিটি গাড়িই আটকে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।