#শ্রীরামপুর: শ্রীরামপুরে দুই ট্রেনের সংঘর্ষ। দুর্ঘটনায় আহত ৭ রেল কর্মী ও বেশ কয়েকজন যাত্রী। ইতিমধ্যেই ইনশপেকশন ভ্যানের মোটরম্যানকে সাসপেন্ড করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে গার্ডকেও।
আর মাত্র একটা স্টেশন পেরোলেই যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছত শেওড়াফুলি লোকাল। তার আগেই ঘটল দুর্ঘটনা। শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে ২ নম্বর লাইনের ওপর হঠাৎই সামনে এসে পড়ে ইনসপেকশন ভ্যান। ভ্যানের পিছনে ধাক্কা মারে শেওড়াফুলি লোকাল।
আরও পড়ুন - IPL 2019: শাহরুখের মতো একজন মানুষকে দলের মালিক হিসেবে পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের: কার্তিক
রিষড়ায় লাইনে কাজ চলছিল। কাজ শেষে অতিরিক্ত ১ নং লাইন ধরে ফিরছিল ইনসপেকশন ভ্যান। শ্রীরামপুর স্টেশনে ঢোকার আগে লাইন বদল করে ২ নং লাইনে ওঠে ভ্যানটি। ওই একই দিকে আসছিল শেওড়াফুলি লোকাল। শ্রীরামপুর ঢোকার মুখে ভ্যানের পিছনে ধাক্কা মারে শেওড়াফুলি লোকাল। লাইনচ্যুত হয়ে যায় ইনশপেকশন ভ্যানটি।
৭ রেলকর্মী ও লোকাল ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাঁদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভরতি করা হয়।তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়। সাসপেন্ড করা হয় ইনশপেকশন ভ্যানের মোটরম্যানকে । কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় গার্ডকেও।
আরও দেখুন