Home /News /south-bengal /
সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনা, তাজপুরে ডুবে গেলেন ২ পর্যটক !

সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনা, তাজপুরে ডুবে গেলেন ২ পর্যটক !

Representational Image

Representational Image

মৃত গোলাম মহম্মদ টিকিয়াপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ আরেক পর্যটক মহম্মদ জুনেদ এখনও নিখোঁজ ৷

  • Last Updated :
  • Share this:

#দিঘা: পর্যটকদের জন্য দিঘা-মন্দারমণি-তাজপুর-সহ সৈকত শহরগুলি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রে তলিয়ে গিয়ে পর্যটক মৃত্যুর ঘটনা ঘটল ৷ শনিবার তাজপুরে সমু্দ্রে স্নান করতে নেমে ডুবে গেলেন ২ পর্যটক ৷ তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনে মিলে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ৷ তিন জনেই ডুবে যান ৷ তিনজনের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন সমুদ্রের জলে তলিয়ে গিয়েছেন। তাঁর খোঁজ পাওয়া যায়নি। মৃত গোলাম মহম্মদ টিকিয়াপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ নিখোঁজ পর্যটকের নাম মহম্মদ জুনেদ ৷ বৃহস্পতিবার থেকেই পর্যটকের জন্য খুলে দেওয়া হয়েছে দিঘা-মন্দারমণির হোটেল। তার কয়েকদিন যেতে না যেতেই দুর্ঘটনার খবর পাওয়া গেল ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Digha, Tajpur