#চন্দ্রকোণা: ১০০ দিনের কাজ করার সময় উদ্ধার হলো দুটি বিশাল আকারের চিতিবোড়া সাপ, যার আনুমানিক ওজন ১৪ কিলো এমনই দাবি বনদপ্তরের। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের তিন নম্বর মাংরুল গ্রাম পঞ্চায়েতের সাটিতেতুল গ্রামে । গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ১০০ দিনে পুকুর পাড় সংস্কারের কাজ চলছিল, আর সেই সময় বেরিয়ে আসে দুটি বৃহৎ আকারের চন্দ্রবোড়া সাপ। তা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ১০০ দিনের কাজে যুক্ত মানুষদের মধ্যে, খবর দেওয়া হয় বনদপ্তরে খবর পেয়ে দাসপুর সুলতান নগর বিটের বন দফতরের কর্মীরা এসে সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর কর্মীদের দাবি বেশ কয়েক বছর আগেও গ্রামের মানুষ সাপ দেখলে তাকে পিটিয়ে মেরে ফেলত কিন্তু বনদপ্তর এর সচেতনতামূলক প্রচারের ফলে মানুষ সচেতন হয়েছে এখন আর সাপ পিটিয়ে মেরে ফেলেছে না খবর দেয়া হচ্ছে বনদপ্তরে ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।
রিপোর্ট- সুকান্ত চক্রবর্তী