Uttam Paul
#করণদিঘি: বৃষ্টিতে ভিজে খেলা করে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল ভাই বোনের। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার মস্তানচক পাড়ায়। মৃতদের নাম দেবা বাস্কে এবং জয়া মার্ডি। মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে আনা হয়েছে। একই পরিবারের দু’জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করণদিঘি থানার মস্তানচক পাড়ার বাসিন্দা দেবা এবং তার বোন জয়া সারাদিন বৃষ্টিতে ভিজে বাড়ির সামনে খেলা করছিল। খেলার শেষে পুকুরের জলে স্নান করতে নেমে তারা ডুবে যায়। পরিবারের সদস্যরা এসে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।এলাকায় খবর ছড়িয়ে পড়তেই লোকজন ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা জলে নেমে দু’জনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Karandighi