সিউড়ি: একই দিনে দু'টি খুন ঘিরে উত্তেজনা ছড়়াল বীরভূমে।
শনিবার ভোরে খয়রাশোলের রানিপাথর এলাকায় শিশির বাউরি নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। তাঁর শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। অভিযোগ, রাজনৈতিক বিবাদের জেরেই মৃত্যু হয়েছে তাঁর।
বেলা গড়াতেই আবার এক মৃত্যুর খবর। এবার লাভপুর থানার ঠিবা পঞ্চায়েতের ভাটরা গ্রামের এক রাজনৈতিক কর্মীর মৃতদেহ মিলল। মৃতের নাম সহদেব বাগদী, বয়স ৪৫ বছর। এ দিন ভাটরা গ্রামের থেকে প্রায় ২ কিমি দূরে তাঁর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। কে বা কারা খুন করেছে তা নিয়ে তদন্তে নেমেছে লাভপুর থানার পুলিশ।
স্থানীয় তৃনমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় আতঙ্ক ছড়াতে বিরোধীরা এই কাজ করেছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে প্রধান বিরোধী শিবির।