হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পুলিশ দেখেই আরও গতি, বাঁকুড়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ২ পথচারী

Bankura: পুলিশ দেখেই আরও গতি, বাঁকুড়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ২ পথচারী

ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ৷

ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ৷

আহতদের দ্রুত উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ যদিও তাঁদের মধ্যে দু' জনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা৷

  • Share this:

#প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: বেপরোয়া গতিতে ছুটে আসছিল গাড়ি৷ পুলিশ গাড়ি আটকানোর চেষ্টা করতেই আরও গতি বাড়িয়ে দিলেন চালক৷ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা মারল সেই গাড়ি৷ যার জেরে মৃত্যু হল দু' জনের৷ শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার বেলিয়াতোড়৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি বোলেরো গাড়ি৷ সোনামুখীর দিক থেকে দুর্গাপুরের দিকে অত্যন্ত বিপজ্জনক ভাবে ছুটছিল গাড়িটি৷ বেলিয়াতোড়ের ডাক বাংলো মোড়ে গাড়িটিকে বেপরোয়া ভাবে ছুটতে দেখে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত পুলিশকর্মীরা৷ পুলিশ দেখেই গতি আরও বাড়িয়ে দেন চালক৷ তখনই পর পর চারজন পথচারীকে ধাক্কা মারে গাড়িটি৷

আরও পড়ুন: মহেশতলায় বহুতল থেকে পড়ে গেল শিশু, অবস্থা আশঙ্কাজনক

আহতদের দ্রুত উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ যদিও তাঁদের মধ্যে দু' জনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা৷ বাকি দু' জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটিকে আটক করার পাশপাশি অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ স্থানীয়দের অভিযোগ, প্রায়শই রাজ্য সড়ক ধরে বিপজ্জনক ভাবে যাতায়াত করে বহু গাড়ি৷ ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে৷ যান চলাচল নিয়ন্ত্রণে আরও বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা৷

পুলিশ সূত্রে খবর, মৃত দু' জনের মধ্যে একজনের নাম রামানন্দ চক্রবর্তী (৮৫)৷ তিনি বাঁকুড়ারই বড়জোড়ার বাসিন্দা৷ অন্য আর একজনের পরিচয় জানা যায়নি৷ আহত দু' জনের নাম দয়াময় চক্রবর্তী (৭৫) এবং জয়দেব লাই (৫৫)৷ তাঁরা বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা৷
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Accident, Bankura