#বীরভূম: হাতে লক্ষীর ভাঁড় নিয়ে দুই ছাত্রী হাজির বীরভূমের সাঁইথয়া পুরসভার চেয়ারম্যানের রুমে। উদ্দেশ্য ভাঁড়ে জমানো অর্থ করোনা মোকাবিলায় মুখমন্ত্রীর ত্রান তহবিলে দান করা। বীরভূমের সাঁইথিয়া শহরের এই দুই খুদে পড়ুয়া তাদের টিফিনের খরচ থেকে বাঁচানো টাকা জমিয়েছিল ভাঁড়ে। পুরসভার চেয়ারম্যানের হাত দিয়ে সেই টাকা স্বরূপ তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। আর এমন খুদে দুই পড়ুয়ার থেকে অনুদান পেয়ে অবাক সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান। এক কথায় অভিব্যক্তি ‘অভূতপূর্ব’।
ওই দুই খুদে পড়ুয়ার একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী অহনা দাস, সে সাঁইথিয়ার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর দ্বিতীয়জন সপ্তম শ্রেণীর ছাত্রী শ্রেয়া দাস সাঁইথিয়ার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুজনেই সাঁইথিয়ার একটি বেসরকারি স্কুল গীতাঞ্জলি পাবলিক স্কুলের ছাত্রী।এই দুই পড়ুয়ার অনুদান স্বরূপ দেওয়া অর্থ হয়তো খুবই নগণ্য। কিন্তু এই অল্প বয়সে তাদের এই যে চিন্তাভাবনা যা সত্যিই প্রশংসনীয়। তাদের এই ছোট্ট পদক্ষেপ সমাজের বয়োজ্যেষ্ঠদের আঙ্গুল তুলে দেখিয়ে দিল ‘আমরাও করতে পারি’। আর এমন ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজের বিশিষ্টজনেরা কুর্নিশ জানিয়েছেন ওই দুই খুদে পড়ুয়াকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19