#হাওড়া: সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ২ ৷ গুরুতর আহত প্রায় ৩৫ জন ৷দু’টি হেল্পলাইন নম্বর চালু করল দক্ষিণ-পূর্ব রেল ৷ নম্বরগুলি হল-হেল্পলাইন নম্বর: ০৩২২২১০৭২(খড়গপুর)
হেল্পলাইন নম্বর: ০৩৩২৬২৯৫৫৬১(সাঁতরাগাছি)একই সময় ৩টি ট্রেনের ঘোষণা ৷ ট্রেন ধরার তাড়ায় হুড়োহুড়ি পড়ে যায় ফুটব্রিজে ৷ পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলছে ৷ গুরুতর আহত ৩৫ জন ৷ সাতজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাস্থল সাঁতরাগাছি স্টেশন ৷স্টেশনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আহতদের জামা-জুতো, জলের বোতল ৷ হতাহতদের খোঁজখবর নেওয়ার জন্যই চালু হল দু’টি হেল্পলাইন নম্বর ৷