হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ! বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত ২

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ! দুটি বাইকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত ২

বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর।

  • Last Updated :
  • Share this:

#দিঘা: দুটি মোটরবাইকে সঙ্গে গাড়ির ধাক্কা মৃত্যু হল ২ জনের ৷ আহত ৩ জন বলে জানা গিয়েছে ৷

বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর। এদিন বিকেলে  দ্রুত গতিতে যাওয়া ব্যাঙ্কের এটিএমের টাকা নিয়ে যাওয়ার একটি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা বাইকের মুখোমুখি সংঘর্ষ লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।

বাইকের সঙ্গে ধাক্কা লাগার পরপরই দুর্ঘটনাস্থলে ঢুকে পড়ে আরও একটি স্কুটি বাইক। তার সঙ্গেও ধাক্কা লাগে গাড়িটির। এরপরই গাড়িটিতে আগুন লেগে যায়। রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা গাড়িটি জ্বলতে থাকে দাউ দাউ করে।  অগ্নিদ্বগ্ধ গাড়িতে ব্যাঙ্কের টাকা ছিল কিনা খোঁজ নিচ্ছে পুলিশ।

SUJIT BHOWMIK
Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Accident