• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ভ্যান-বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত বাবা ও ছেলে

ভ্যান-বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত বাবা ও ছেলে

photo: Representational Image

photo: Representational Image

 • Share this:

  #বাঁকুড়া: দ্রুতগামী পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী বাবা ও ছেলের।  বৃহস্পতিবাপ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী শহরের পুরসভার সামনে।  স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে পাত্রসায়ের থানার বারাসাত গ্রাম থেকে বাইকে করে সোনামুখী বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন বাবা অভিনাথ মন্ডল ও ছেলে অভিজিৎ মন্ডল৷ সেই সময় সোনামুখী পুরসভার সামনে বাঁকুড়া বর্ধমান রাস্তার উপর প্রচন্ড গতিবেগে যাওয়া পাত্রসায়ের গামী একটি পিক আপ ভ্যান সজোরে মুখোমুখি ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই রাস্তার উপর ছিটকে পড়েন ওই দুই বাইক আরোহী। ঘটনায় ওই দুই বাইক আরোহীর পাশাপাশি আহত হন অশোক বাগদী নামের আরেক পথচারী।  স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অভিনাথ মন্ডল ও অভিজিৎ মন্ডলকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। আহত পথচারী অশোক বাগদীর আঘাত গুরুতর থাকায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।  সোনামুখী থানার পুলিশ ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করেছে।

  First published: