Home /News /south-bengal /
Bankura News|| মর্মান্তিক! দামোদরে স্নান করতে নেমে যা হল দুই যুবকের সঙ্গে...

Bankura News|| মর্মান্তিক! দামোদরে স্নান করতে নেমে যা হল দুই যুবকের সঙ্গে...

Bankura News|| রাতভর তল্লাশি অভিযান চালিয়ে শুক্রবার সকালে দু'টি দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

 • Share this:

  #বাঁকুড়া: দামোদর নদে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় বাঁকুড়ার মেজিয়া থানার এক কিশোর ও এক যুবক। বৃহঃস্পতিবার রাত থেকে দামোদরে তল্লাশি অভিযান শুরু করে বাঁকুড়া বিপর্যয় মোকাবিলা দল। শুক্রবার সকালে রানিগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার হয় দেহ। দুটি দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেজিয়া হাসপাতালে।

  পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহঃস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থানার মথুরাচন্ডী ঘাট থেকে দামোদর নদে স্নান করতে নামে শুভ দাস (১৫) ও সৌরভ নন্দী (২২)। তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যায়নি। পাড়ে পড়ে থাকা জুতো ও জামাকাপড় দেখে সন্দেহ হয় স্থানীয়দের৷ মনে করা হয় দামোদর নদে স্নান করতে নেমেই দুজনে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ ও মেজিয়া থানার পুলিশ। খবর দেওয়া বাঁকুড়া বিপর্যয় মোকাবিলা দলকে। রাত থেকে শুরু হয়ে যায় বিপর্যয় মোকাবিলা দলের তল্লাশি অভিযান।

  আরও পড়ুন: '১০, ১৫, ২০ লক্ষ টাকা নেওয়ার' অভিযোগ! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে FIR করল CBI, নাম আছে চন্দনের

  রাতভর তল্লাশি অভিযান চালিয়ে শুক্রবার সকালে দু'টি দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই দু'জনের বাড়ি রানিগঞ্জ থানা এলাকায় পদ্মার পাড়া ও পান্ডারবাঁধ পাড়া এলাকায়।

  PRIYABRATA GOSWAMI
  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Bankura

  পরবর্তী খবর