#গুয়াহাটি: পথ চেয়ে বসে রয়েছে দুই মেয়ে ৷ ফাদার্স ডে-তে যখন সারা বিশ্ব মেতে উঠেছে আনন্দের উদযাপনে, তখন গুয়াহাটির হোটেলের ঘরে বাবার ফেরার অপেক্ষায় দিন গুনছে দুই বোন ৷ সময় পেরিয়ে গেলেও ফিরে আসেননি বাবা। দ্রুত ফিরে আসবেন বাবা, ফাদার্স ডে-তে এমনটাই আশা, বাঁকুড়ার তালডাংরার দুই বোনের।উত্তর-পূর্ব সীমান্ত রেলে অসমের লখিমপুরের সিনিয়র সেকশন ইনজিনিয়র বাঁকুড়ার সুপ্রভাত পাণ্ডা। গুয়াহাটির হোটেল থেকে বেরিয়েছিলেন গত তেরোই জুন। হোটেলে বাবার অপেক্ষায় ছিল তাঁর দুই মেয়ে। কিন্তু, আর ফেরেননি তিনি। বাবাকে না পেয়ে সম্ভাব্য সমস্ত জায়গা খুঁজে দেখেন দুই বোন। শেষপর্যন্ত গুয়াহাটির পল্টনবাজার থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। তবে সুপ্রভাত পাণ্ডার সন্ধান মেলেনি।
আরও পড়ুন: বিল নিয়ে চূড়ান্ত হেনস্থা স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে, ফের কাঠগোড়ায় বেসরকারি হাসপাতাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Fathers Day, Guwahati