হোম /খবর /দক্ষিণবঙ্গ /
৩০০ টাকার জন্য সব হারাল ২ সিভিক ভলেন্টিয়ার! অনেকদিন ধরেই চলছিল কুকীর্তি

৩০০ টাকার জন্য সব হারাল ২ সিভিক ভলেন্টিয়ার! অনেকদিন ধরেই চলছিল কুকীর্তি

Civic volunteer: মাত্র ৩০০ টাকার জন্য সব গেল! ২ সিভিক ভলেন্টিয়ারের সাহস শুনলে চমকে যাবেন।

  • Share this:

বর্ধমান: বালির গাড়ি আটকে টাকা চাওয়ার অভিযোগ। এমনকী টাকা দিতে না চাইলে চালকদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২ সিভিক ভলান্টিয়ার-কে গ্রেপ্তার করল মেমারী থানার পুলিশ।

ধৃতদের নাম রাজকুমার মান্না ও আশিকুল রহমান। ২ জনই মেমারী থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তাঁদের বাড়ি মেমারি পুরসভার ২ নং ওয়ার্ডের খাঁড়ো এলাকায়।

আরও পড়ুন- বীরভূম ও পূর্ব বর্ধমান সীমান্তে ভয়াবহ বাস দুর্ঘটনা! আহত প্রায় কুড়ি

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মেমারির চকদিঘী মোড়ে দুটি বালির ট্রাক দাঁড় করায় অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ার রাজকুমার মান্না ও সেখ আশিকুল রহমান। অভিযোগ, ট্রাক দুটি দাঁড় করানোর পর টাকা চায় অভিযুক্তরা। চালকরা টাকা দিতে না চাইলে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

এর পরই এক চালক মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে মেমারি থানার পুলিশ অভিযুক্ত ২ সিভিক ভলান্টিয়ার-কে গ্রেপ্তার করে। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।

জানা গিয়েছে, মেমারি থানার পাল্লার মামুদপুরের বাসিন্দা  ট্রাক ড্রাইভার বিপ্লব বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ শনিবার ভোরে অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন- বাঘের মুখ থেকে স্বামীকে বাঁচান স্ত্রী,এখন কেমন আছেন সুন্দরবনের দরিদ্র সেই দম্পতি

ট্রাক ড্রাইভার বিপ্লব বিশ্বাস অভিযোগ করেছেন, শুক্রবার দুপুর ৩টে নাগাদ মেমারি চকদিঘী মোড়ে তাদের দুটি বালি বোঝাই ট্রাককে জোড়পূর্বক দাঁড় করিয়ে কর্তব্যরত ওই দুই সিভিক ভলেন্টিয়ার ১৫০ টাকা করে তোলা দাবি করে। তাঁরা দিতে রাজি না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁদের।

পরে তাঁদের কাছ থেকে মোট ৩০০টাকা ছিনিয়ে নিয়ে নেয় অভিযুক্ত দুই সিভিক। অভিযোগ পেয়েই মেমারি থানার পুলিশ শনিবার ভোরে গ্রেপ্তার করে অভিযুক্ত দুই সিভিককে।

ধৃতদের শনিবার সকালে জোরপূর্বক তোলা আদায়ের ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। তোলাবাজির অভিযোগে মেমারিতে দুই সিভিকের এই গ্রেপ্তার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে এই দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের অভিযোগ, এরা ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখিয়ে তোলা আদায় করে বিভিন্ন গাড়ি থেকে।

Published by:Suman Majumder
First published:

Tags: Bardhaman, Civic volunteer