#বেলপাহাড়ি: জলে ডুবে দুই শিশুর মৃত্যু৷ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া৷ একই সঙ্গে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য৷ শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বেলপাহাড়ি গ্রামের বাসিন্দা হেমন্ত মাহাতর মেয়ে চার বছরের শ্রাবণী মাহাত ও সত্যরঞ্জন মাহাতর ছেলে তিন বছরের মনীশ মাহাত একসঙ্গে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাদের চারদিকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। গ্রামবাসীরা এলাকার বিভিন্ন ডোবার জলে গিয়ে তল্লাশি চালায়। বেলপাহাড়ি গ্রামের এক ব্যক্তির নবনির্মিত বাড়ির পাশেই একটি ডোবায় নেমে ওই দুজনকে পাওয়া যায়। ওই ডোবা থেকেই দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ভর দুপুরে কলকাতায় মহিলা বাউল শিল্পীকে ধর্ষণ! অভিযোগের ছ' ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্তস্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি তৈরির সময় ওই ব্যক্তি ডোবা কেটে জল রেখে বাড়ির কাজ করছিলেন। তারপর থেকে তা সেই অবস্থায় রয়ে গিয়েছে। সেখানেই পড়ে যায় ওই দুই শিশু৷ তবে কীভাবে ডোবায় গিয়ে ওই দুই শিশু পড়ে গেল তা নিয়ে সকলেই ধন্দে রয়েছেন।
ওই দুটি শিশুকে উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। বেলপাহাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় । সেই সঙ্গে ঠিক কী কারণে ওই দুটি শিশুর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷
Raju Singhনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhargram