#বাগনান: উদ্ধার হওয়া প্রাণী শাবক গুলিকে দেখলে যেকেউ মনে করতে পারে বাঘ শাবক , না আসলে এই গুলি বাঘরোল বা অনেকে বলে ভাম বিড়ালের শাবক৷ বাংলার রাজ্যপ্রাণী বাঘরোল, সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় এই প্রাণীটি এখন সবার পরিচিত ৷ এই প্রাণীটিকে দেখলে অনেকেই বাঘ বলে ভুল করে বসে, হাওড়া ও হুগলি অঞ্চলে এই প্রাণীর দেখা বেশী মেলে ৷
কয়েকবছর আগেও এই প্রাণীকে দেখা মাত্রই সবাই পিটিয়ে মারতো এখন সগকারী সাহায্যে ও বাঁচাতে ইতিমধ্যেই সরকারি ও বন্যপ্রাণ প্রিয় মানুষের সচেতনতাই এখন এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে | গ্রামীণ হাওড়ায় একটি বাঘরোল সংরক্ষন কেন্দ্রও গড়ে উঠেছে ৷ তবে এখনো অনেক জায়গায় বাঘরোল নিয়ে অনেক কুসংস্কার রয়েছে ৷
শনিবার বাগনান-১ ব্লকের পূর্ণাল গ্রামের সকালে পূর্ণাল গ্রামের একটি খড়িবন সংলগ্ন স্থানে দু'টি বাঘরোল শাবককে পড়ে থাকতে দেখেন এলাকার কিছু মানুষ ।বাঘের শাবক ভেবে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পরে, স্থানীয় যুবক ইন্দ্রজিৎ জানা ঘটনার খবর পেয়ে বাঘরোল শাবক গুলিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে শাবকগুলির মায়ের দেখা না মেলায় বনকর্মীরা শাবক দুটিকে গাদিয়ারার বাঘরোল সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ স্থানীয় যুবক ইন্দ্রজিৎ বাবুর চেষ্টায় দুটি বাঘরোল শাবক ফিরে পেলো নতুন জীবন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।