#সিউড়ি: রাজনগরের দিঘিয়াগাল গ্রামে পঞ্চায়েতের তরফে একটি নিকাশি নালার তৈরির কাজ চলছিল দিন তিনেক আগে, সেই সময় যারা নিকাশি নালার কাজ করছিলেন তারা সেখানে একটি সুড়ঙ্গ দেখতে পান। ঘটনার কথা চারিদিকে চাউর হতে থাকে। মঙ্গলবার রাতে বেশ কিছু লোক এই সুড়ঙ্গে গুপ্তধন লুকিয়ে আছে বলে খোঁড়াখুঁড়ি শুরু করে।
এই কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। সুড়ঙ্গ খুঁড়তে আসা ব্যক্তিরা পুলিশ আসতে দেখেই চম্পট দেয় সেখান থেকে। বুধবার সকালে ঐ সুড়ঙ্গটি পুলিশ প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ও নিকাশি নালার তৈরি করতে আসা এক শ্রমিক জানিয়েছেন এটা ঠিক সুড়ঙ্গ পথ নয় বরং দেয়াল চাপা পড়ে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে, লোকে এটাকে সুড়ঙ্গ বলে মনে করছে। পাশে একটি মাজার শরীফ থাকায় এই দরগা শরীফের পীরবাবা এই সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করেন বলে বিশ্বাস ভক্তদের।
পাশাপাশি সুড়ঙ্গতি রাজনগরের রাজাবাড়ি থেকে বেশি দূরে নয়, তাই অনেকেই মনে করছেন রাজবাড়ির সঙ্গেও এর যোগ থাকতে পারে৷ রাজবাড়ির সঙ্গে যুক্ত হতে পারে সুড়ঙ্গ তাই এর সঙ্গে গুপ্তধনও থাকতে পারে এইভেবেই এলাকায় প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছিল৷
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum