#হাওড়া: সাঁতরাগাছি সেতুর রেলিং ভেঙে প্রায় তিরিশ ফুট নীচে ঝিলের মধ্যে পড়ল একটি ট্রাক৷ এ দিন ভোর রাতের এই ঘটনায় নিখোঁজ ট্রাকের চালক এবং খালাসি৷ বিকেল পর্যন্ত দু' জনের খোঁজ না মেলায় ঝিলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়৷ যদিও দু' জনের কারও খোঁজই মেলেনি৷
পুলিশ সূত্রে খবর, এ দিন ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে৷ কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল খালি ট্রাকটি৷ অভিযোগ, সম্ভবত বেপরোয়া গতির কারণেই সেতুর উপরে নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক৷ প্রথমে সেতুর বাঁদিকের রেলিংয়ে ধাক্কা মেরে তার পর উল্টো দিকের লেন টপকে রেলিং ভেঙে ঝিলের মধ্যে গিয়ে পড়ে ট্রাকটি৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ হাইড্রলিক ক্রেন এনে জল থেকে ট্রাকটিকে তোলা হয়৷ দুর্ঘটনার জেরে সকাল প্রায় সাতটা পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়৷ দীর্ঘক্ষণ চলে যানজট৷ ফলে নাজেহাল হন সাধারণ মানুষ৷ তবে ট্রাক তোলা হলেও সেটির চালক ও খালাসির খোঁজ মেলেনি৷ ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলতে পারেননি৷ চালক এবং খালাসিকে ফোনেও পাওয়া যায়নি৷ ফলে চালক এবং খালাসি ঝিলের জলে ডুবে গিয়েছেন কি না সেই আশঙ্কা তৈরি হয়৷ শেষ পর্যন্ত বিকেলের দিকে নিখোঁজ দু' জনের খোঁজে কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবিলা দলের ডুবুরি ঝিলে নামানো হয়৷ কিন্তু প্রায় আধ ঘণ্টা তল্লাশি চললেও কারও খোঁজ মেলেনি৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাঁতরাগাছি সেতুর উপরে প্রায়শই দুর্ঘটনা ঘটছে৷ বিশেষত রাতের দিকে বেপরোয়া গতিতে ট্রাক চলাচল করায় দুর্ঘটনা আরও বাড়ছে বলে অভিযোগ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।