উত্তর ২৪ পরগনা: ভ্যানিশ বাস! রাস্তায় বেরিয়ে রীতিমতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না বাসের দেখা।
সকালে অফিস যাওয়া যাত্রীদের রীতিমতো নাকানি চোবানি খেতে হল সদর শহর বারাসাতের চাঁপাডালি মোড়ে। শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং, আর তাই বারাসত থেকে বাস পরিষেবা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম বলেই জানাচ্ছেন যাত্রীরা।
যাত্রীদের মধ্যে অনেকেই জানালেন কেউ দাঁড়িয়ে রয়েছেন আধঘন্টা কেউ আবার দাঁড়িয়ে এক ঘন্টারও বেশি সময়। সপ্তাহের মাঝে কাজের গুরুত্বপূর্ণ দিনে এভাবে বাস পরিষেবা কম থাকায় সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন- শালবনীর জঙ্গলে মাটি খুঁড়ে উদ্ধার ভয়ঙ্কর জিনিস, এলাকা থমথমে
প্রয়োজনীয় কাজ নিয়ে বেরিয়ে, অনেকে আবার জানেনই না কি কারণে আজ বাস কম রাস্তায়। পাবলিক বাস, সরকারি বাস কোনটারই পরিষেবা নেই অন্যান্য দিনের মতো কিছু সময় অন্তর।
বেশিরভাগ বাসই আজ তুলে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডাকে যুব তৃণমূলের মিটিং এ যাওয়ার জন্য বলেই জানাচ্ছেন বাস মালিক সংগঠন। কেউ যাবেন অফিস, কেউ আবার যাবেন হাসপাতালে, বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকেও মিলছে না বাসের দেখা।
বাধ্য হয়ে অনেকেই ট্রেন পরিষেবা ব্যবহারের চেষ্টা করলেও স্টেশনগুলিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। ফলে অনেককেই দেখা যায়, দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। দু একটা বাস দেখা গেলেও, সেই বাসে স্ট্যান্ডের কাছ থেকেই এতটা ভিড় যে ওঠার জায়গা নেই।
আরও পড়ুন- মদের কারখানা বন্ধ করতে কমিটি গঠন! নতুন করে শুরু হবে আন্দোলন
কী করে গন্তব্যস্থলে পৌছান সম্ভব এই চিন্তায় বারাসতে অপেক্ষারত যাত্রীদের ছবি ধরা পড়লো ক্যামেরায়। পরিবহন পরিষেবায় বিঘ্ন ঘটিয়ে এই ভাবে নিত্যযাত্রীদের হয়রানি হতে হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন।
রাস্তায় বাস কম থাকবে, তা আগে থেকে জানানোর প্রয়োজনীয়তা বোধ করেনি পরিবহন সংস্থাগুলি। প্রয়োজনে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া যেতে বলেও মনে করছেন যাত্রীরা। তবে সারাদিন বাস পরিষেবা নিয়ে নাকাল হতেই দেখা গেল যাত্রীদের।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee