• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বহরমপুরে শুটআউট, সাতসকালে খুন যুব তৃণমূলকর্মী

বহরমপুরে শুটআউট, সাতসকালে খুন যুব তৃণমূলকর্মী

 • Share this:

  #বহরমপুর: বহরমপুরে শুটআউট ৷ সাতসকালে খুন যুব তৃণমূলকর্মী ৷ নিয়ালিসপাড়ায় খুন হন নাজিমুল শেখ ৷ জানা গিয়েছে, সোমবার সকালে গঙ্গার ঘাট থেকে বাড়ি ফিরছিলেন নাজিমুল ৷ আচমকা ৪-৫ দুষ্কৃতী বাইকে এসে হামলা চালায় তার উপরে ৷ নাজিমুলকে ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ৷

  সোমবার সকাল ১০ টা নাগাদ মেয়ালিসপাড়া হল্টের কাছে নাজু শেখকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। বিরোধীদের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন নাজু শেখ।

  First published: