#হলদিয়া: বুলবুলের তাণ্ডবে হুড়মুড়িয়ে মাটিতে উপড়ে পড়েছিল আস্ত একটা গাছ। শিকড় উপড়ে ভেঙে পড়া সেই পুরনো গাছকেই আবার সোজা করে আগের জায়গায় দাঁড় করালেন স্থানীয় বাসিন্দারা। হলদিয়া টাউনশিপের তেরো নম্বর মোড়ে মাটিতে শুয়ে পড়া গাছটিকে তুলে ধরতে হাত লাগিয়েছিলেন সকলেই।
বয়স কম করেও তিরিশ বছর। মাথা উঁচু করে সদর্পেই দাঁড়িয়েছিল এই রবার গাছটি। কিন্তু বুলবুলের তাণ্ডব নিতে পারেনি শরীর। মাটি থেকে শিকড় উপড়ে পড়ে গিয়েছিল রবার গাছটি। পড়ার সময় পাশের কয়েকটি বাড়ির বারান্দা আর দেওয়ালেও ফাটল ধরিয়েছে কয়েক দশকের পুরনো এই রবার গাছ। সেই গাছকেই আবার বাঁচিয়ে তুলতে কোমড় বেঁধে মাঠে নেমেছিলেন তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
পরিবেশ বাঁচাতে গাছের প্রয়োজন। সেই গাছ বাঁচাতে এগিয়ে এসেছেন এলাকার কাউন্সিলরও।
সবার চেষ্টায় দিনের শেষে গাছটি আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। গাছটিতে বাঁচিয়ে রাখাও সম্ভব বলে মনে করছেন তাঁরা। প্রতিদিন শিল্প শহরে বাড়তে থাকা দূষণের হাত থেকে বাঁচতে গাছ বাঁচানোর এই চেষ্টা বেশ ভাল বার্তা বহন করছে বলে মানছেন পরিবেশবিদরাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Haldia, Rubber Tree