#দিঘা: পর্যটকদের ভিড়ে ঠাসা দিঘায় বারবার চলেছে পুলিশের মাইকিং৷ তবে সেই সতর্কবার্তাকে উপেক্ষা করে সমুদ্রে নেমে উত্তাল ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান এক পর্যটক৷ তাকে শেষপর্যন্ত উদ্ধার করল নুলিয়ারা! নুলিয়াদের তৎপরতায় প্রানে বাঁচলেন ২২ বছরের যুবক গনেশ জানা। আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে।
এদিকে, বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ গতকাল থেকেই দিঘায় ভীড় জমেছে পর্যটকদের। বৃহস্পতিবার সমুদ্রও বেশ উত্তাল ছিল। জলোচ্ছ্বাস দেখতে সি বিচে ব্যাপক ভীড় পর্যটকদের। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র স্নানেও নেমে পড়ছেন উৎসাহীরা। তাদের বিপদে পড়ার হাত থেকে বাঁচাতেই বৃহস্পতিবার ওল্ড এবং নিউ দিঘা জুড়ে চলছে এই মাইকিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Digha Beach