হোম /খবর /দক্ষিণবঙ্গ /
হাওড়া বর্ধমান মেন লাইনে স্বাভাবিক ট্রেন পরিষেবা, সময়ে চলছে সব লোকাল

Howrah Burdwan local train: হাওড়া বর্ধমান মেন লাইনে স্বাভাবিক ট্রেন পরিষেবা, সময়ে চলছে সব লোকাল

হাওড়া- বর্ধমান শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক৷

হাওড়া- বর্ধমান শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক৷

  • Share this:

কলকাতা: সোমবার রাতে রিষড়া স্টেশনে অশান্তির পর আজ সকাল থেকে হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক৷

দুষ্কৃতীদের তাণ্ডবে সোমবার রাতে হুগলির রিষড়া স্টেশনে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় ট্রেন চলাচল। যদিও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সোমবার রাত বারোটার পর থেকে ধীরে ধীরে আটকে পড়া লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলিকে হাওড়া স্টেশন থেকে ছাড়া হয়৷ আজ সকালেও ট্রেন পরিষেবা স্বাভাবিকই রয়েছে বলে রেল সূত্রে খবর৷ এ দিন সকালে একটি শ্রীরামপুর লোকাল বাতিল হওয়া ছাড়া হাওড়া বর্ধমান মেন লাইনে সব ট্রেনই সময় মেনেই চলছে৷

শুধু ট্রেন চলাচলই নয়, এ দিন সকাল থেকে জি টি রোডেও যান চলাচল স্বাভাবিক রয়েছে৷ যদিও রিষড়া এলাকায় দোকানপাট এখনও বন্ধ৷

সোমবার রাতে মুহুর্মুহু বোমাবাজিতে আতঙ্কিত হাওড়া থেকে রাত সাড়ে ৯টায় ছেড়ে যাওয়া ব্যান্ডেল লোকাল ট্রেনের যাত্রীরা। গন্ডগোলের জেরে হাওড়া থেকে আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যান্ডেল লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে রিষড়া স্টেশনে। ট্রেনের দরজা-জানলা সব বন্ধ করে দেওয়া হয়। পাহারায় রয়েছে পুলিশ। পাশাপাশি রাত সাড়ে ১০টা নাগাদ রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ থাকছে।

আরও পড়ুন: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “বিক্ষোভকারীরা রিষড়ায় ৪ নম্বর রেল গেট বন্ধ করতে দিচ্ছেন না। কোনও কারণে বিক্ষোভ চলছে যদিও এর সঙ্গে রেলের কোন সম্পর্ক নেই।’’

আরও পড়ুন: ট্রেনের কামরার বাইরে কেন থাকে সাদা-নীল ডোরা কাটা দাগ? জেনে নিন কারণ

তিনি জানান, পুলিশ-প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘‘বিক্ষোভকারীরা রেল গেট বন্ধ করতে না দেওয়ার কারণে আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।”

রিষড়া স্টেশনে এসে থমকে যায় ব্যান্ডেল লোকাল। প্রচণ্ড শব্দ শুনতে পাওয়া যায়। ভয়ে সবাই ট্রেনের দরজা-জানলা বন্ধ করে দেন। এর পর আপ-ডাউন দুই লাইনেই ট্রেন আপাতত বন্ধ থাকছে বলে ঘোষণা হয় স্টেশনে। রাতে এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Burdwan, Howrah, Local Train