#নৈহাটি: গার্ড ছাড়াই দৌড়ল এক্সপ্রেস ট্রেন। গার্ডকে না নিয়েই ব্যান্ডেল ছেড়ে নৈহাটি পৌঁছে গেল শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস ৷ এই ঘটনা সামনে আসতেই কর্তব্যে গাফিলতির অভিযোগে আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের গার্ড ও চালককে সাসপেন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল স্টেশনে পৌঁছয় ১২৩৮৪ আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। ব্যান্ডেলে নামেন ট্রেনের গার্ড। নটা পঞ্চাশ নাগাদ সেখান থেকে হঠাৎই গার্ডকে ছাড়াই রওনা দেয় ট্রেনটি। দশটা নাগাদ নৈহাটিতে পৌঁছয় আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস।
১০:৪২ পর্যন্ত গার্ডের অপেক্ষায় ওই স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন ধরে নৈহাটিতে পৌঁছন গার্ড। তারপর তাঁকে নিয়ে রওনা দেয় ট্রেন।
কেনই বা গার্ড ছাড়া ট্রেন চালালেন চালক? কেনই বা ট্রেন থেকে নামতে গেলেন গার্ড? এই নিয়ে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করেছে। গার্ডের যুক্তি, তেলল্যাম্প ঠিক আছে কি না, সেটা দেখতেই নেমেছিলেন তিনি। তবে সংশ্লিষ্ট মহলের একাংশের ধারনা, অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন গার্ড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Express run Without Guard, Railway Guard, Sealdah Asansol Intercity Express