বসিরহাট: গ্রামীণ ঐতিহ্যের প্রাচীন খেলাগুলির মধ্যে অন্যতম কবাডি। এক সময়ের জনপ্রিয় খেলা এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এই কবাডি খেলাকে কেন্দ্র করে। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না। বর্তমানে আধুনিকতার যুগে ও ক্রিকেট, ফুটবল, টেনিসের মত খেলার সঙ্গে পাল্লা দিয়ে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা হারিয়েছে কবাডি।
কবাডির প্রতি নতুন প্রজন্মের উৎসাহ বাড়াতে ও বুদ্ধিমত্তা, শক্তি ও কৌশলের জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখতে কবাডি প্রতিযোগিতা আয়োজিত উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের মাখালগাছায়। এদিন সন্ধ্যায় মাখালগাছা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রামে আয়োজিত হয়েছিল কাবাডি প্রতিযোগিতা। জমজমাট ও হাড্ডাহাড্ডি কবাডি প্রতিযোগিতার সাক্ষী থাকল গোটা গ্রাম।
নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে খেলার মাঝে মাঝে কবাডি খেলার উপরে বিশেষ প্রতিযোগিতা মূলক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় মূলত রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবাডি প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে মাখালগাছা মাঠে জড়ো হয় কয়েক হাজার দর্শক ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত হন।
JULFIKAR MOLLA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।