#ঝাড়গ্রাম: পুজোর চারদিন রেকর্ড পর্যটক টেনেছে ঝাড়গ্রাম। উমা বিদায়ের পরেও কমেনি পর্যটকদের আনাগোনা। ঝাড়গ্রামের সরকারি-বেসরকারি হোটেলগুলিতে যেন তিল ধারনের জায়গা নেই।
চারপাশে শাল-মহুয়ার জঙ্গল। তার মাঝ দিয়ে সবুজের বুক চিরে দিকশূন্যপুরে চলে যাওয়া মেঠো রাস্তা। সঙ্গে বাতাসে বয়ে বেড়ানো মহুয়ার ঝিম। কলকাতার অদূরে এক চমৎকার উইকেন্ড ডেস্টিনেশন ঝাড়গ্রাম। বছর বছর যা পর্যটকদের ভিড়ের রেকর্ড গড়ছে। এবার পুজোতেও তিল ধারনের জায়গা ছিল না ঝাড়গ্রামের সরকারি-বেসরকারি হোটেল ও লজগুলিতে।
পুজোর শেষে বাংলায় বিষাদের সুর। কিন্তু ঝাড়গ্রামের পুজো মরশুম এখনই শেষ হওয়ার লক্ষণ নেই।
রাজবাড়ি, চিড়িয়াখানা, কনকদুর্গার মন্দির কিংবা ঘাগরা জলপ্রপাত। রাজ্য সরকারের উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে ঝাড়গ্রামের পর্যটনকেন্দ্রগুলিকে। তাই পর্যটকদের ভিড় আগের চেয়ে অনেকটাই বেশি। আর এই পর্যটনের হাত ধরেই শ্রীবৃদ্ধির পথে রাঙামাটির দেশ।