গোবরডাঙা, জিয়াউল আলম: যশোর রোডের পাশে কালভার্টের নীচ থেকে নিখোঁজ টোটো চালকের পচা-গলা দেহ উদ্ধার৷ গোবরডাঙা থানার গণদ্বীপায়ন এলাকার ঘটনা। পরিবার এবং পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজেশ মণ্ডল, বয়স ২৫ বছর। বাড়ি গোবরডাঙা থানার খাটুরা বিবেক পাড়া এলাকায়।
মৃত যুবকের বাবার দাবি, বুধবার সকাল ১০ টা নাগাদ পেশায় টোটো চালক ছেলে বাড়িতে আসে৷ মাকে বলে ভাত রান্না করার কথা বলে, ভাত খেয়ে সে টোটো নিয়ে বেরোবে। কিছুক্ষণের জন্য সে টোটো স্ট্যান্ডে যায় গল্প করতে৷ কিন্তু ছেলে আর ফেরে না৷ দুপুর দুটো নাগাদ ছেলের ফোন থেকে বাবার কাছে ফোন আসে৷ সেখানে বলা হয় 'জিআরপি থেকে বলছি, ফোন পে-তে ২,৫০০ টাকা পাঠান।' তাতেই সন্দেহ হয় পরিবারের৷ পুলিশ ধরলে কেন তারা ফোন পেতে টাকা চাইবে.।বুধবার সন্ধ্যায় সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে গোবরডাঙা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়৷ শুক্রবার রাতে যুবকের পচা গলা দেহ উদ্ধার করে গোবরডাঙা থানার পুলিশ।
আরও পড়ুন- মাত্র ১১ বছর বয়সেই কোটিপতি! খুদে ব্যবসায়ীর গল্প জানলে চোখ কপালে উঠবে
আরও পড়ুন- ছেলে বিয়েতে বসার আগে তাঁকে স্তন্যপান করাচ্ছেন মা, দেখে ফেললেন নববধূ, তার পর..
মৃত যুবকের বাবার দাবি, ছেলেকে খুন করা হয়েছে৷ ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠিন সাজার দাবি করেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ গোটা ঘটনার তদন্তে নামে গোবরডাঙা থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।