বরানগর: রাতের বেলা কলকাতা থেকে ডানলপের দিকে রাপিডো করে টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (২৯) পানিহাটি রেলওয়ে পার্কে তার বাপের বাড়িতে ফিরছিলেন। এই সময় বরানগর ঘোষপাড়া রোডের কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে, সেই দেখে রাপিডো বাইকটি ব্রেক মারে। সেই সময় বাইকের পিছনে বসে থাকা সুচন্দ্রা পড়ে যায় এবং পিছন দিক থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়।
ঘাতক লরিটিকে আটক করেছে এবং তার চালককে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ । এই মর্মান্তিক দুর্ঘটনায় সুচন্দ্রার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ব্যারাকপুর কলকাতা গামী বি টি রোডে ধরনের দুর্ঘটনা বিশেষ করে রাতের বেলায় হামেশাই ঘটছে বলে অভিযোগ। রাস্তায় প্রচুর ব্যবস্থা থাকে পুলিশের। তা সত্ত্বেও মাঝেমধ্যেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা।
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা
রবিবারও আগরপাড়ায় ভোর বেলায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সুচন্দ্রাকে যেই ঘাতক লরিটি পিষে দিয়েছে, যেই লরিটিকে আটক করেছে পুলিশ। বেলঘড়িয়া থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে সে পড়ে গেল বাইক থেকে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র বাড়িতে কী এমন পেল ইডি, তড়িঘড়ি ছুটল বেহালার সোনার দোকান!
এভাবে এক অভিনেত্রীর মৃত্যু হওয়ায় শোকাহত পরিবার ও প্রতিবেশীরা।বেলঘড়িয়া থানার পুলিশ গাড়ির ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
—— অরুণ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Tollywood Actress