#আসানসোল: লকডাউন সফল করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাস্তায় নামলেন আসানসোলের পৌরনিগমের মেয়র পারিষদ মীর হাসিম। এমনই দৃশ্য দেখা গেল আসানসোলের কুলটিতে। শুক্রবারের নামাজ পাঠ করে রাস্তায় বিভিন্ন বিভিন্ন এলাকায় ভিড় করতে দেখা যায় বহু মানুষকে। এদিন সেই সমস্ত মানুষদের লকডাউন পালন করতে অনুরোধ করেন মেয়র পারিষদ মীর হাসিম। এমনকি অনেক মানুষকে বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানায়। এর পাশাপাশি সকলকেই করোনা আবহে সরকারি স্বাস্থ্য বিধি মেনেই চলার আবেদন জানিয়েছেন মেয়র পারিষদ মীর হাসিম।
Dipak Sharma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।