#চাকদহ: গানের জলসা চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুব তৃণমূল কংগ্রেসের এক কর্মী। রবিবার রাতে জলসা চলছিল এলকায় ৷ সেখানে উপস্থিত ছিল তৃণমূল কর্মী বলে পরিচিত শান্তনু শীল ৷
রাত ১১ টা নাগাদ আচমকা সেখানে দুষ্কৃতীরা ঢুকে এসে শান্তনু শীলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি ৷
কালু নামে স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকেই পলাতক কালু ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TMC, TMC worker shot to death