হোম /খবর /দক্ষিণবঙ্গ /
শুভেন্দুর পাশে অভিষেক, মৃত কর্মীর বাড়িতে সঙ্কটমোচনে গেলেন মন্ত্রী

TMC Worker Died | Abhishek Banerjee: শুভেন্দুর পাশে অভিষেক, মৃত কর্মীর বাড়িতে সঙ্কটমোচনে গেলেন মন্ত্রী

অভিষেক বন্দোপাধ্যায়। ফাইল ছবি

অভিষেক বন্দোপাধ্যায়। ফাইল ছবি

TMC Worker Died | Abhishek Banerjee: ভাল এবং খারাপ, উভয় সময়েই তৃণমূলস্তরের কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

বর্ধমান: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত পারিজাত নগরের কাছে। মৃত তৃণমূল কর্মীর নাম শুভেন্দু গুহ। তিনি মেমারি তৃণমূল কংগ্রেসের আইটি সেল-এর দায়িত্বে ছিলেন। দুর্ঘটনায় হত দলীয় কর্মীর পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

পূর্ব বর্ধমানের মেমারিতে পথ দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী শুভেন্দু গুহর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তাঁর বাড়িতে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ। তিনি শুভেন্দুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শুভেন্দু গুহ কৃষ্ণবাজারের বাসিন্দা ছিলেন। তৃণমূল কংগ্রেসের জন সংযোগ যাত্রার আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। সেই সময়েই শনিবার ভোররাতে মেমারি শহরের জিটি রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, প্রাণ যায় তাঁর।

আরও পড়ুন: ‘কর্ণাটকের ফল বলে দিচ্ছে ওটা ট্রাবল ইঞ্জিন’, বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের

ভাল এবং খারাপ, উভয় সময়েই তৃণমূলস্তরের কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতিকেই আরও একবার নিশ্চিত করে তৎক্ষণাৎ রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথকে শুভেন্দুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার এবং সঙ্কটের সময় তাঁদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ প্রয়াত দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন: অভিষেকের সভার কাজ দেখে আর ফেরা হল না, মেমারিতে মর্মান্তিক পরিণতি তৃণমূলের শুভেন্দুর!

স্বপন দেবনাথ মৃতের পরিবারের এক সদস্যকে চাকরিরও প্রতিশ্রুতি দিয়েছেন এবং পরিবারটিকে এককালীন ৩ লক্ষ টাকার অর্থসাহায্য করেছেন। তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা নব জোয়ার প্রচার কর্মসূচির আওতাভুক্ত জনসংযোগ যাত্রা বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছেছে।

আবীর ঘোষাল

Published by:Raima Chakraborty
First published:

Tags: Abhishek Banerjee, Bardhaman news