#কাঁথি: খড়দার মঞ্চে যখন তোপ দাগছেন শুভেন্দু, তখনই হইহই তাঁর হোমটার্ফ কাঁথিতে ৷ একটা খবর, যা রাজ্য রাজনীতির জল্পনাকে আরও উস্কে দিতে যথেষ্ট ৷ কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত সৌমেন্দু অধিকারী ৷ বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর্স থেকে সরানো হল শুভেন্দুর ভাইকে ৷
দলীয় সূত্রের খবর, সৌমেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ৷ তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অখিল গিরি অবশ্য আগেই এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন ৷
রাজ্য রাজনীতির কয়েক মাসের জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই সরকারিভাবে একঝাঁক তৃণমূল ত্যাগী নেতা, সাংসদ, কর্মী, বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দলের সঙ্গে দূরত্ব বাড়তেই তৃণমূলের কর্মসূচিতে অধিকারী পরিবারের বাকিদের দেখা মিলছিল না ৷ ৭ তারিখ মেদিনীপুরে তৃণমূল নেত্রীর সভাতে শিশির অধিকারী সহ বাকিদের আমন্ত্রণ জানানো হলেও এড়িয়ে যান তাঁরা ৷ এমনকী, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তাঁর গড়ে তৃণমূলের সভাতেও অনুপস্থিত অধিকারী পরিবার ৷ সেই সব দেখেই অধিকারী পরিবারের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে ৷ সেই প্রশ্ন ও জল্পনাকে আরও নিশ্চিত করে দিল এদিন শুভেন্দু অধিকারীর ওপেন চ্যালেঞ্জ ৷
Sujit Bhowmik