হোম /খবর /দক্ষিণবঙ্গ /
শুভেন্দুর গড় খেজুরিতেই কোণঠাসা তৃণমূল, পর পর বেদখল পার্টি অফিস! অভিযুক্ত বিজেপি

শুভেন্দুর গড় খেজুরিতেই কোণঠাসা তৃণমূল, পর পর বেদখল পার্টি অফিস! অভিযুক্ত বিজেপি

সকাল থেকেই উত্তপ্ত খেজুরি৷

সকাল থেকেই উত্তপ্ত খেজুরি৷

তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাত থেকেই খেজুরির বীর বন্দর অঞ্চলে একের পর এক তৃণমূল অফিসে হামলা চালায় বিজেপি-র বাইক বাহিনী৷

  • Last Updated :
  • Share this:

#খেজুরি: শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার দিনই তাঁর খাসতালুক খেজুরিতে কোণঠাসা হয়ে পড়ল তৃণমূল৷ শাসক দলের অন্তত চারটি অফিস বিজেপি দখল করে নিয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই খেজুরিতে উত্তেজনা ছড়ায়৷ প্রতিবাদে হেঁড়িয়া- বোগা রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷

তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাত থেকেই খেজুরির বীর বন্দর অঞ্চলে একের পর এক তৃণমূল অফিসে হামলা চালায় বিজেপি-র বাইক বাহিনী৷ অভিযোগ, পার্টি অফিস ভাঙচুর করার পাশাপাশি সেগুলিতে বিজেপি-র পতাকা লাগিয়ে দখল করা হয়৷ এলাকায় বোমাবাজিও করা হয় বলে অভিযোগ শাসক দলের নেতা কর্মীদের৷ সবমিলিয়ে অন্তত চারটি পার্টি অফিস বিজেপি দখল করে নিয়েছে বলে অভিযোগ৷

এ দিন সকাল থেকেই পার্টি অফিস দখলের অভিযোগে পাল্টা পথে নামে তৃণমূল৷ যদিও বিজেপি-র স্থানীয় নেতাদের দাবি, অফিসগুলি তাদেরই ছিল৷ উত্তেজনা ছড়াতেই এলাকায় যায় পুলিশ বাহিনী৷ পার্টি অফিস দখলের অভিযোগে হেঁড়িয়া বোগা রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল৷

গত ২৪ নভেম্বর এই খেজুরিতেই অরাজনৈতিক সভা করেছিলেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রাম আন্দোলন পরবর্তী সময় খেজুরিতে তৃণমূলের একছত্র আধিপত্য বজায় ছিল৷ শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই সেই রাশ আলগা হওয়ার সম্ভাবনা দেখা দিল৷ খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিৎ মণ্ডলের অভিযোগ, ওই এলাকায় বিজেপি-র কোনও পার্টি অফিসই ছিল না৷ তবে তাঁরা পাল্টা হিংসার পথে যাবেন না৷ পার্টি অফিস ফিরে পাওয়ার জন্য পুলিশে অভিযোগ জানানো হয়েছে৷ তৃণমূল বিধায়কের আরও অভিযোগ, বিজেপি-র বাইক বাহিনী স্থানীয় বেশ কয়েকজনকে হুমকিও দিয়েছে৷

Sujit Bhowmik

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Khejuri, Suvendu Adhikari, TMC