Sujit Bhowmik
#কাঁথি: করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই বিধায়ক জ্যোতির্ময় করকে ভর্তি করা হয়েছে চন্ডীপুরের কোবিড হাসপাতালে। ভালো চিকিৎসার জন্য আজ রাতেই অবশ্য তাঁকে নিয়ে হবে কলকাতায়। হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতির্ময় করকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কিছুক্ষণ আগে ফোন করে তাঁর শারিরীক অবস্থার খবর নিয়েছেন বলে নিউজ এইট্টিন বাংলাকে করোনা আক্রান্ত বিধায়ক নিজেই জানিয়েছেন।
২০১১ সাল থেকে টানা দশ বছর পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আছেন জ্যোতির্ময় কর। প্রাক্তন অধ্যাপক জ্যোতির্ময় কর ২০১১ সালের আগেও এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus