• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মহেশতলা উপনির্বাচনে সবুজ ঝড়, বাম-কংগ্রেস জোটকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি

মহেশতলা উপনির্বাচনে সবুজ ঝড়, বাম-কংগ্রেস জোটকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি

মহেশতলায় বিপুল সংখ্যক ভোটে জেতার পথে তৃণমূল কংগ্রেস ৷ ১২ রাউন্ড শেষে এগিয়ে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের দুলাল দাস ৷

মহেশতলায় বিপুল সংখ্যক ভোটে জেতার পথে তৃণমূল কংগ্রেস ৷ ১২ রাউন্ড শেষে এগিয়ে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের দুলাল দাস ৷

মহেশতলায় বিপুল সংখ্যক ভোটে জেতার পথে তৃণমূল কংগ্রেস ৷ ১২ রাউন্ড শেষে এগিয়ে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের দুলাল দাস ৷

 • Share this:

  #মহেশতলা: মহেশতলায় বিপুল সংখ্যক ভোটে জেতার পথে তৃণমূল কংগ্রেস ৷ ১২ রাউন্ড শেষে এগিয়ে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের দুলাল দাস ৷ তৃণমূলের প্রাপ্ত ভোট ৬৩,৮৩৩ ৷ অন্যদিকে বাম-কংগ্রেস জোটকে পিছনে ফেলে ৭০০০ ভোটে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির সুজিত ঘোষ ৷ বিজেপির প্রাপ্ত ভোট ২৪,৪৮১ ৷ মহেশতলায় তৃতীয় সিপিএমের প্রভাত চৌধুরী ৷ তাঁর প্রাপ্ত ভোট ১৭,৭৯৫ ৷

  আরও পড়ুন: মহেশতলায় ২৬৭১২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি-সিপিএম এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

  তৃণমূল কংগ্রেসের বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে আসনটি খালি হয়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কস্তুরী দাসের স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

  আরও পড়ুন: আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফল ঘোষণা

  পাশাপাশি, পঞ্চায়েত ভোটের মতো ওই কেন্দ্রে দ্বিতীয় স্থান দখলের টার্গেট বিজেপিরও। ওই কেন্দ্রে ভোট পড়ে ৭০.০১ শতাংশ।

  First published: