#বীরভূম: এবার অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে ভাঙন তৃণমূলের। কোথাও চিঠি লিখে দল থেকে পদত্যাগ তো কোথাও ফেসবুক পোস্ট। বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি করম হোসেন খান দলত্যাগ করলেন। তিনি আজ, শুক্রবার, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে চিঠি দিয়ে দল ত্যাগ করলেন। তিনি সম্ভবত আগামীকাল, শনিবার, মেদিনীপুরে অমিত শাহ সভাতে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। তিনি সিউড়ি ১ নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন বর্তমানে।
তিনি ফোনে NEWS18 বাংলাকে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর অনুগামী তিনি। শুভেন্দু অধিকারী যে দলে যোগদান করবেন তিনিও সেই দলে যোগদান করবেন। শুক্রবার, বীরভূম থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ঘটনায় বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিংহ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর দলের সঙ্গে কোনও যোগাযোগ নেই। কোনও মিটিং মিছিলে অংশ গ্রহণ করতেন না করম হুসেন খান৷ গত ৫ থকে ৬ মাস ধরে এমনই ছিল পরিস্থিতি৷ তবে করম হোসেন খান যে বিজেপিতে যোগদান করবে, তার আভাস আগে থেকেই ছিল বীরভূম জেলা তৃণমূলের কাছে।
আরও পড়ুন তৃণমূলের দেখানো পথ অনুসরণ করল বিজেপি! যা করলেন অনুপম হাজরা...
অন্যদিকে দলের বিরুদ্ধে বেসুরো আরও এক তৃণমূল নেতা। তাঁর বাড়ি সিউড়ি, নাম আশিস দে। তৃণমূল সংগঠনের রাজ্য পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আশীষ দে, তাঁর করা একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ২০১৬ সাল থেকে তৃণমূল দল তাঁকে এই দায়িত্ব দিলেও পৌর কর্মচারীদের জন্য বারবার অনুরোধ করেও কোনও ভাল কিছু করতে পারেননি। আশিষবাবু ফোনে আমাদের জানিয়েছেন দলের উদাসীনতার জন্যই এই সমস্ত অনুন্নয়ন পৌর কর্মচারীদের। অশনিসংকেত আসতে পারে যেকোনো সময় হুঁশিয়ারি পৌর ও নগর উন্নয়ন মন্ত্রীকে।
অন্যদিকে সদ্য দল থেকে পদত্যাগ করা বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি করম হোসেন খান জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর প্রচুর অনুগামী রয়েছে বীরভূমে৷ এক এক করে তারা সবাই দলত্যাগ করবে।