হোম /খবর /দক্ষিণবঙ্গ /
‘শুভেন্দু বিশ্বাসঘাতক!’ প্রিয় নেতাকে কটাক্ষ, ক্ষোভপ্রকাশ করে দল ছাড়লেন নেত্রী

‘শুভেন্দু বিশ্বাসঘাতক!’ প্রিয় নেতাকে একের পর কটাক্ষ, ক্ষোভপ্রকাশ করে দল ছাড়লেন নেত্রী

হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, ২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন তিনি৷

হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, ২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন তিনি৷

তাঁর কথায়, ‘এই ধরনের কথা আমার কাছে বেদনার। এসবের কারণে মেদিনীপুরের মেয়ে হয়ে আমি অপমানিত। তাই পদত্যাগ করলাম।’

  • Last Updated :
  • Share this:

#পূর্ব মেদিনীপুর: শুভেন্দুকে বিশ্বাসঘাতক সহ নানা কটুক্তিতে ক্ষোভ জানিয়ে দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী ৷

মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকে তৃণমূল নেতারা শুভেন্দু এবং মেদিনীপুরকে ‘বিশ্বাসঘাতক’ সহ নানা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে চলেছেন। ‘মেদিনীপুর বিশ্বাসঘাতক’ এই কথা শোনার পর অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষুব্ধ হলেন, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা ।

সোমবার সংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়ে দেন যে, তার দল তৃণমূল যেভাবে মেদিনীপুর নিয়ে এবং শুভেন্দু অধিকারীকে কুরুচিপূর্ণ কথা বলে চলেছেন, তাতে করে এই সেই দলের ছাত্র সংগঠনের পদে থাকা যায় না। তাই তিনি রাজ্য সভাপতির কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলে আজ তিনি জানান। তাঁর কথায়, ‘এই ধরনের কথা আমার কাছে বেদনার। এসবের কারণে মেদিনীপুরের মেয়ে হয়ে আমি অপমানিত। তাই পদত্যাগ করলাম।’

শুভেন্দু অধিকারী দলত্যাগের পর থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার মুখে বারবার শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতক ৷ সৌগত রায় থেকে ফিরহাদ হাকিম, সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর উদ্দেশে তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র ভাষায় আক্রমণ চালানো হয় ৷ একের পর এক কটাক্ষে বিদ্ধ নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক ৷ জননেতার অনুরাগী পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের দলনেত্রী এরই প্রতিবাদ জানিয়ে এদিন পদত্যাগ করলেন ৷

Sujit Bhowmick

Published by:Elina Datta
First published:

Tags: Suvendu Adhikary