#সিউড়ি: আগ্নেয়াস্ত্র নিয়ে বেসরকারি হাসপাতালে ঢুকে কর্মীদের প্রাণে মারার হুমকির অভিযোগের ঘটনায় বেকসুর খালাস তৃণমূল নেতা ! ২০১২ সালের ৯ নভেম্বর সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে রাতে দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে ওই হাসপাতালের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন বীরভূমের জেলা তৃণমুলের সম্পাদক আশীষ দে-র বিরুদ্ধে।
সেই মামলায় ওই নেতা বেকসুর খালাস পেলেন, আজ মঙ্গলবার সিউড়ি সিজেএম আদালত থেকে। ২০১২ সাল থেকে ওই মামলা চলছিল সিউড়ি আদালতে হাসপাতালের কর্মী থেকে শুরু করে অনেকেরই সাক্ষী নেওয়া হয়। হাসপাতাল কর্মী ও অন্যান্য মিলিয়ে মোট ৮ জনের সাক্ষী নেওয়া হয় এই মামলায়। কিন্তু কেউই সাক্ষী দেওয়ার সময় নাম করেনি এই তৃণমুল নেতার।
ঘটনার জেরে বেশ কয়েক মাসের জন্য গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতা আশিস দে-কে। এমনকী, তাকে দল থেকে বহিষ্কার করা হয় মুকুল রায়ের নির্দেশে।এখন অবশ্য ওই নেতা তৃণমূলের রাজ্য পৌর কর্মচারি ফেডারেশনের রাজ্য সম্পাদক। আশিষ দে ছাড়াও এই ঘটনায় আশিষ দে-র সাথে নাম জড়িয়ে ছিল রাজা চৌধুরী নামে এক যুবকের, আশিষ দে-র সঙ্গে ওই যুবকও বেকসুর খালাস হল এই মামলা থেকে।
Supratim Das