#আসানসোল: ঠিক যেন আদায়-কাঁচকলায় সম্পর্ক। যখন বিজেপি-তে ছিলেন তখনও, এখন তৃণমূলে থাকতেও সেই রকম। বিজেপি-র সাংসদ পদ ত্যাগ করার পর বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এখন তৃণমূল নেতা। কিন্তু বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বাবুল সুপ্রিয়র সংঘাত বেড়েছে বই কমেনি। আর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দলবদল করার পর বৃহস্পতিবার প্রথমবার তৃণমূল নেতা হিসেবে আসানসোলে গেলেন বাবুল। আর সেখান থেকেও তিনি নিশানা করলেন দিলীপ ঘোষকেই।
তৃণমূলের দলীয় কর্মসূচিতে আসানসোলে গিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল। আর সেখান থেকে দিলীপ ঘোষকে আহাম্মক বলে কটাক্ষ করেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির প্রসঙ্গ উঠতেই বাবুল দিলীপ ঘোষকে 'আহাম্মক' বলে কটাক্ষ করে বলেন, "আহাম্মকদের সম্পর্কে আমি কোনও কথা বলতে চাই না। উনি বাঙালির একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর। ওঁর বাণী না শুনলে মনে হয় কাগজে কিছু একটা খালি থেকে গেল। দিলীপদা কিছু না বললে অনেক কাগজ নাকি সাদা জায়গা খালি ছেড়ে রাখে।"
আরও পড়ুন: বিরাট 'সাফল্য', মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল! মুকুল সহ ১২ বিধায়কের যোগদান
এমনকী দিলীপকে আক্রমণ করতে গিয়ে বাবুল সমর্থন করেছেন তথাগত রায়কেও। সম্প্রতি দিলীপ ঘোষদের উদ্দেশ্যে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন তথাগত। এবার তাঁর সেই অভিযোগগুলিকে সমর্থনই জানালেন প্রাক্তন বিজেপি নেতা বাবুল। তিনি বলেন, ''তথাগত রায়ের সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে। কিন্তু তিনি পশ্চিমবঙ্গ বিজেপি সম্পর্কে যা বলেছেন, তা ১২০ শতাংশ সত্যি। এই খেয়োখেয়ি, নোংরামি, বাঙালি কাঁকড়ার উৎকৃষ্টতম উদাহরণ বঙ্গ বিজেপি নেতারা।''
আরও পড়ুন: 'এটা প্রমাণ সাপেক্ষ', মমতার 'মাস্টারস্ট্রোকে' এখনও বিশ্বাস হচ্ছে না দিলীপ ঘোষের!
এরপরই বাবুল নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেছিলেন, ''ক্ষমতা থাকলে আসানসোল থেকে ফের জিতে দেখান।'' সেই প্রসঙ্গে প্রশ্ন করতেই 'সব কথার জবাব দেব না' বলেও বাবুল বলেন, ''ওঁর আর আমার জন্মদিন একদিনে। ১৫.১২.৭০। কিন্তু তিনি এই সামান্য বিষয় বুঝতে পারলেন না, আমি একজন সাংসদ ছিলাম, লোকসভায় বড় মাপে জেতা সিট আমার, সেটা মাঝপথে ছেড়ে দিয়ে আবার সেখানেই এসে দাঁড়াব? শুভেন্দু অধিকারীর থেকে এইটুকু রাজনৈতিক বুদ্ধি তো আশা করাই যায়। অবশ্য ইদানীং তিনি আলটপকা কমেন্ট করে চলেছেন। তাই আমি সব কথার উত্তর দেব কেন?''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo, Dilip Ghosh, Suvendu Adhikari