#বজবজ: রবিবার নিজের লোকসভা কেন্দ্রে সভা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দুপুর ২টোর সময় মুচিশা হাইস্কুল মাঠে হবে জনসভা৷ ৭টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা যাবেন এই সভায়৷ মূলত ২০২১র বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই সভা করছেন অভিষেক৷ গত কয়েকদিনে দলের যে অভ্যন্তরীণ সমস্যা চলছে,তার মাঝেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই সভা থেকে দলের 'বেসুরোদের' বার্তাও দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
নিজের কেন্দ্র থেকে ভোট প্রস্তুতি শুরু করে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ একদিকে গত ১০ বছরে তৃণমূলের কাজের খতিয়ান, অন্যদিকে দলের মধ্যে একের পর এক বেসুরো নেতাদের লক্ষ্য করে নিজের বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গত কয়েকদিন নানা পরিবর্তন ঘটেছে দলে৷ মন্ত্রত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু৷ তিনি দল ছাড়তে পারেন, এই জল্পনাও চলছে জোরদার৷ দল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন মিহির গোস্বামী৷ শীলভদ্র দত্ত News18-কে জানিয়েছে যে, তিনিও দল ছাড়ছেন ৷ কিছুটা অন্য সুর তৃণমূল নেতা জটু লাহিরীর গলায়৷ সব মিলিয়ে দলের এই সব বেসুরো নেতার উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অন্যদিকে দলের কাজের খতিয়ান, অর্থাৎ উন্নয়নের বার্তা তিনি দেবেন আজকের সভায়৷ গত ১০ বছরে তৃণমূল সরকারের হাত ধরে রাজ্যের কী কী উন্নয়ন হয়েছে, সে বিষয়টিও নিজের বক্তব্যে রাখবেন তৃণমূল নেতা, এমনই সূত্রের খবর৷ সব মিলিয়ে নিজের লোকসভা কেন্দ্র থেকেই ২১-র লক্ষ্যে ২৯শে সভা অভিষেকের৷
পাশাপাশি, আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগী শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক সভা ঘিরে বাড়ছে উত্তেজনা৷ আজ অর্থাৎ রবিবার মহিষাদলের ছোলাবাড়ির সভায় শুভেন্দু ঠিক কী কী বলেন তা শুনতে উৎসাহী রাজনৈতিক ওয়াকিবহাল মহল। এই সভা থেকেই শুভেন্দু কি তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও ইঙ্গিত দেবেন? তাই নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ঝড়।
Reporter-Kamalika Sengupta