হোম /খবর /দক্ষিণবঙ্গ /
শুভেন্দুর জেলায় এই সমস্যা মেটাতে তৎপর তৃণমূল! কুণালের বৈঠকে যা হল

Kunal Ghosh: শুভেন্দুর জেলায় এই সমস্যা মেটাতে তৎপর তৃণমূল! কুণালের বৈঠকে যা হল

কুণাল ঘোষ। ফাইল ছবি

কুণাল ঘোষ। ফাইল ছবি

Kunal Ghosh: রাজনৈতিক দিক থেকে এই জেলা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই জেলা বিরোধী দলনেতার জেলা বলেই পরিচিত।

  • Share this:

হলদিয়া: সামনেই হলদিয়া পুরসভার ভোট। তার আগেই রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে তৎপর শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক দিক থেকে এই জেলা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই জেলা বিরোধী দলনেতার জেলা বলেই পরিচিত।

 

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এদিন উদ্যোগ নিতে দেখা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। বিরোধী দলনেতার জেলায় তৃণমূলের বিভিন্ন শিবিরের নেতাদের একসঙ্গে বসিয়ে কথা বললেন কুণাল ঘোষ। এদিন সকালে কুণাল ঘোষের হলদিয়ার বাসভবনে বৈঠক করলেন দুই প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল ও সুধাংশু মণ্ডল। সঙ্গে ছিলেন হলদিয়া শহর তৃণমূলের সাংগঠনিক নেতা স্বপন নস্কর।

সূত্রের খবর, তাঁদের সকলকে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, একই দলে থাকলেও তৃণমূলের স্থানীয় এই নেতাদের মধ্যে দূরত্ব বেড়েছে। যার ফলে সমস্যায় পড়তে হয়েছে দলকে। সূত্রের খবর, বৈঠক এদিন এই কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুূন,  নবান্ন সভাঘরে আজ বসছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক, নজরে একাধিক ইস্যু

আরও পড়ুন, 'আপনার আশীর্বাদ না থাকলে আমাদের সুবিধা', মমতাকে কে বলল এমন কথা?

সামনেই হলদিয়া পুরসভার ভোট। এছাড়া পঞ্চায়েত ও লোকসভা ভোট আছে সামনে। এই অবস্থায় দলের নেতাদের মধ্যে আর কোনও দ্বন্দ্ব চায় না শাসক দল। তাই এক টেবিলে বসিয়ে তাদের বোঝানোর কাজ শুরু করে দিল শাসক দল।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Kunal Ghosh, Suvendu Adhikari, TMC