হোম /খবর /দেশ /
কাউন্সিলেরর ছোড়া কাপে ভাঙল কাউন্সিলরের দাঁত, কালনায় বড় অস্বস্তিতে তৃণমূল

TMC: কাউন্সিলেরর ছোড়া কাপে ভাঙল কাউন্সিলরের দাঁত, কালনায় বড় অস্বস্তিতে তৃণমূল

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

রুদ্ধদ্বার বৈঠক চলাকালীন কাউন্সিলরকে লক্ষ্য করে কফি কাপ ছুড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সরগরম জেলা।

  • Share this:

#কালনা: কালনায় পুরবোর্ডের বৈঠকে কাপ ছোড়ার ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর অনিল বসুকে শোকজ করল দল। ওই কাউন্সিলরের পর পর ছোড়া কাপে জখম হন আরেক কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ধরনের দল বিরোধী কার্যকলাপ কখনই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছে দলীয় নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ওই কাউন্সিলরের বিরুদ্ধে দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তাঁকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। উত্তর ঠিক ঠাক দিতে না পারলে দল নিয়ম মেনে ব্যবস্থা নেবে। ওই ঘটনায় জখম কালনা পুরসভার পনের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দলের শহর সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: সাবধান! সামাজিক মাধ্যমে অশ্লীল ভিডিও আপলোড করে টাকা চাইছে প্রতারকরা

দলের জেলা সভাপতির লেখা শো কজ চিঠিতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বরের বৈঠকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তাঁর একটি দাঁতও ভেঙে গেছে। ঘটনাটি দল বিরোধী কার্যকলাপ বলে ধরে নেওয়া হচ্ছে। আত্মপক্ষ সমর্থনে যুক্তিসম্মত বক্তব্য না থাকলে দল তাঁকে সাসপেন্ড করবে। এ বিষয়ে অনিল বসু বলেন, দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে।

রুদ্ধদ্বার বৈঠক চলাকালীন কাউন্সিলরকে লক্ষ্য করে কফি কাপ ছুড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সরগরম জেলা। ঘটনার কথা এখন লোকের মুখে মুখে ফিরছে। কালনা পৌরসভায় বোর্ড মিটিং চলছিল। সেই সময় একটি বিষয় নিয়ে মতের অমিল হয়। তার জেরে শুরু হয় কথা কাটাকাটি।

আরও পড়ুন: ফিল্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কেন ছিলেন না মিঠুন? তুঙ্গে রাজনৈতিক তরজা

তখনই কালনা শহরের তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা কাউন্সিলর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগ ওঠে কালনা শহরেরই ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসুর বিরুদ্ধে। অনিল বসু কাউন্সিলার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে  লক্ষ্য করে চিনা মাটির বড় ও ভারী কফি কাপ ছুড়ে মারেন বলে অভিযোগ। তাতেই রবীন্দ্রনাথের দাঁত ভাঙে। মুখ দিয়ে গল গল করে রক্ত ঝরতে শুরু করে।

জানা গিয়েছে, কালনা পৌরসভার কাউন্সিলর তাপস দাসের ১৭ নম্বর ওয়ার্ডে ঠিক মতো নিকাশি নালা পরিষ্কার হয় না বলে বোর্ড মিটিংয়ে অভিযোগ ওঠে। সেই বিষয় নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে বোর্ড মিটিং। তখন সুমন বসু ওরফে অনিল বসু ওই ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দাস কে চেয়ার ছুড়ে মারতে যান। এর পর একের পর এক কাপ ছোড়া শুরু হয়। সেই কাপ গিয়ে লাগে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাঁতে এবং কপালে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Kalna, Purba bardhaman, TMC